মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির ইতিহাসের সবচেয়ে আলোচিত তিন হত্যাকান্ড নিয়ে থাকা গোপন নথিপত্র প্রকাশ্যে আনার পরিকল্পনা হাজির করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি, তার ভাই সাবেক সেনেটর রবার্ট এফ কেনেডি ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং এর পরিবারের সদস্যসহ অনেকেই এ তিন হত্যাকান্ড সংশ্লিষ্ট সব তথ্য প্রকাশে দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন। "দীর্ঘদিন ধরে, দশকের পর দশক, বছরের পর বছর ধরে অপেক্ষা করে আছে অসংখ্য মানুষ। সবই প্রকাশিত হবে," বৃহস্পতিবার ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের এমনটাই বলেছেন।