মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) জাতিসংঘের আরও ৪ জন বিদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। দেশটির পূর্বাঞ্চলে বিদ্রোহী এম২৩ গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তারা। এতে করে দেশটিতে নিহত শান্তিরক্ষীদের সংখ্যা ১৭ জনে পৌঁছেছে। সর্বশেষ নিহত চার শন্তিরক্ষীই দক্ষিণ আফ্রিকান সৈন্য বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলেছে, এম২৩ বিদ্রোহীরা গোমা বিমানবন্দরে মর্টার বোমা হামলা চালিয়েছে এবং সোমবার দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ডিফেন্স ফোর্সের তিন সদস্যকে হত্যা করেছে। এছাড়া বিদ্রোহীদের সাথে লড়াইয়ে আরেক শান্তিরক্ষীও নিহত হয়েছেন বলে দক্ষিণ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশন তার প্রতিবেদনে জানিয়েছে। গোমায় গত সপ্তাহে শুরু হওয়া বিদ্রোহীদের আক্রমণে সাউথ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটির আঞ্চলিক বাহিনী এবং কঙ্গোতে জাতিসংঘ মিশনের অন্তত ১৭ শান্তিরক্ষী নিহত হয়েছেন।