সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২
মন্তব্য মার্কিন প্রেসিডেন্টের

ইউক্রেন যুদ্ধ বন্ধে কিছুই করেননি ব্রিটেন ও ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
  ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ইউক্রেন যুদ্ধ বন্ধে কিছুই করেননি ব্রিটেন ও ফ্রান্স
ইউক্রেন যুদ্ধ বন্ধে কিছুই করেননি ব্রিটেন ও ফ্রান্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখো ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ইউক্রেন যুদ্ধ অবসানে কিছুই করেননি। তাদের দুজনেরই আগামী সপ্তাহে হোয়াইট হাউসে যাওয়ার কথা রয়েছে। ট্রাম্প আরও বলেন, যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হাতে শান্তি আলোচনার জন্য 'কোনো কার্ড' নেই। আমি তাকে বৈঠকগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ মনে করি না।

ইউক্রেনে ২০২২ সালে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরুর পর থেকে যুক্তরাজ্য, ফ্রান্স ও তাদের অন্য সহযোগীরা কিয়েভকে অস্ত্রসহ অন্যান্য সহযোগিতা দিয়ে আসছে। সৌদি আরবে রাশিয়া-যুক্তরাষ্ট্র আলোচনার একদিন আগে সোমবার ইউক্রেন বিষয়ে ইউরোপীয় নেতারা প্যারিসে এক বৈঠকে মিলিত হন। ইউক্রেন ও ইউরোপকে শান্তি আলোচনা থেকে বাদ দেয়া হতে পারে এমন আশঙ্কার মধ্যেই ইউরোপের নেতাদের বৈঠকটি হয়। তবে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প অবশ্য ম্যাখো ও স্টারমারের প্রশংসাও করেন। ট্রাম্প বলেন, তিনি ম্যাখোকে 'বন্ধু' ভাবেন এবং স্টারমারকে তিনি 'একজন চমৎকার মানুষ' হিসেবে উলেস্নখ করেন। ম্যাখো সোমবার ওয়াশিংটন যাবেন বলে আশা করা হচ্ছে। আর স্টারমার যাবেন বৃহস্পতিবার। এর আগ চলতি সপ্তাহেই স্টারমার বলেছেন, শান্তি চুক্তির অংশ হিসেবে নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্যের সৈন্যদের ইউক্রেনে মোতায়েন রাখতে তিনি প্রস্তুত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে