সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

গাজায় ইসরাইলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  ০৫ মার্চ ২০২৫, ০০:০০
গাজায় ইসরাইলি ড্রোন হামলায় দুই ফিলিস্তিনি নিহত

ইসরাইলি ড্রোন হামলায় গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে দুই ফিলিস্তিনি নিহত হয়েছে। খান ইউনিসে বিমান থেকে আসা গুলিতে তিন জন আহত হয়। সোমবার গাজার চিকিৎসাকর্মীরা হতাহতের বিষয়টি নিশ্চিত করেছে। ইসরাইল পুরোপুরি অবরোধ আরোপ করায় ফিলিস্তিনিদের মধ্যে আশঙ্কা বাড়ছে যে যুদ্ধবিরতি সম্পূর্ণভাবে ভেঙে পড়তে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, গাজার পূর্ব ও দক্ষিণ সীমান্তে অবস্থান নেওয়া ইসরাইলি ট্যাঙ্কগুলো সারারাত ধরে গোলাগুলি ও শেল নিক্ষেপ করেছে। হামাস-সমর্থিত একটি গোষ্ঠীর এক ফিলিস্তিনি কর্মকর্তা রয়টার্সকে বলেন, গাজার যোদ্ধাদের মধ্যে 'সর্বোচ্চ সতর্কতা' জারি করা হয়েছে। এক বিবৃতিতে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা খান ইউনিস উপকূলীয় এলাকায় একটি মোটরবোট লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই বোট ওই এলাকায় নিরাপত্তা নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছিল এবং হুমকি তৈরি করছিল। সামরিক বাহিনী আরও জানিয়েছে, গাজার দক্ষিণে তাদের বাহিনীর দিকে দুইজন সন্দেহভাজন এগিয়ে আসছিল এবং হুমকি তৈরি করছিল। বিবৃতিতে বলা হয়, 'সন্দেহভাজনদের লক্ষ্য করে গুলি চালানো হয় এবং ক্ষয়ক্ষতি হয়েছে বলে শনাক্ত করা হয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে