মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

লন্ডনে বৈঠকের সফলতা ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে পিআর পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানানো হচ্ছেঃ ফারুক

যাযাদি ডেস্ক
  ০১ জুলাই ২০২৫, ০৯:৪৯
লন্ডনে বৈঠকের সফলতা ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে পিআর পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানানো হচ্ছেঃ ফারুক
জয়নুল আবদীন ফারুক

ধমক দিয়ে সুষ্ঠু নির্বাচন ব্যাহত করতে চাইলে বিএনপি সহ্য করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।

তিনি বলেছেন, ‌‘যে বিএনপির লোকেরা সেনবাগ থেকে কুড়িগ্রাম গিয়ে রিকশা চালিয়ে জীবন ধারণ করেছে। যেই কর্মীরা রাতে হাঁটু পানিতে দাঁড়িয়ে জীবন অতিবাহিত করেছে। যে কর্মীরা হারুনের অত্যাচার সহ্য করেছে। যে কর্মীদের আয়না ঘরে রেখে জীবন বিসর্জন দেওয়ার চেষ্টা করেছিলেন হাসিনা, তারা এখনো জীবিত। একটি লোকও আওয়ামী লীগে যোগ দেয়নি।’

তিনি বলেন, ‘তাই, আমাদেরকে ধমক দিয়ে, একটি সুষ্ঠ নির্বাচনকে ব্যাহত করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তা সহ্য করবে না।’

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে জাতীয়তাবাদী ওলামা দলের সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

জয়নুল আবদীন ফারুক আরও বলেন, রাজনৈতিক বন্ধুত্ব ভুলে গিয়ে একটি দল বিএনপির বিরুদ্ধে কথা বলবে, এটা আমরা আশা করি না।

তিনি বলেন, লন্ডনে বৈঠকের সফলতা ভেস্তে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে পিআর পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানানো হচ্ছে। এসব দাবি নির্বাচনের প্রক্রিয়াকে বিলম্বিত করার একটি ষড়যন্ত্র।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে আপনি একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আপনার মতো লোককে যেন ষড়যন্ত্রের ফাঁদে কেউ ফেলতে না পারে। সেইদিকে দৃষ্টি রেখে রোজার আগেই নির্বাচনের ব্যবস্থা করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে