রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২
হামাসের আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা

ইসরাইলি আগ্রাসন শুরু হলে জিম্মিদের হত্যা করা হবে

আন্তর্জাতিক ডেস্ক
  ০৮ মার্চ ২০২৫, ০০:০০
ইসরাইলি আগ্রাসন শুরু হলে জিম্মিদের হত্যা করা হবে

ইসরাইলিদের পক্ষ থেকে গাজায় কোনও আগ্রাসী কর্মকান্ড চালানো হলে জিম্মিদের হত্যা করার হুমকি দিয়েছে হামাস। বৃহস্পতিবার গোষ্ঠীটির এক মুখপাত্র এ কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ এ খবর জানিয়েছে।

বুধবার হামাসের কাছে থাকা সব জিম্মিকে ছেড়ে দেওয়ার জন্য নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রম্নথ সোশ্যালে হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই প্রতিক্রিয়ায় এই বিবৃতি দেয় হামাস। আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবাইদা বলেছেন, হুমকি ধামকি দিয়ে কোনও লাভ হবে না। আমরা যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত। আমাদের বিরুদ্ধে কোনও রকম আগ্রাসন শুরু হলেই জিম্মিদের হত্যা করা শুরু হবে। বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে সব জিম্মিকে অবিলম্বে ছেড়ে দেওয়ার জন্য আদেশ দিয়েছেন ট্রাম্প। নইলে ভয়াবহ পরিণতির জন্য প্রস্তুত থাকার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন,হামাসের নেতাদের উদ্দেশে বলছি, সুযোগ থাকতে গাজা ছেড়ে পালান। আর গাজাবাসীদের প্রতি আমার বক্তব্য হলো, জিম্মিদের ছেড়ে দিলে আপনাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। যুক্তিসংগত সিদ্ধান্ত নিন। অবিলম্বে জিম্মিদের ছেড়ে দিন। নইলে চড়া মূল্য পরিশোধ করতে হবে। রোববার ক্যাবিনেট বৈঠকের শুরুতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান, গাজায় এখনও ২৪ জন জিম্মি জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, অন্তত ৩৫ জন জিম্মির মৃতু্য হয়ে থাকতে পারে।

ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন-হামাসের মুখপাত্র আবদেল-লতিফ আল-কানৌয়া বৃহস্পতিবার অভিযোগ করেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার দেওয়া হুমকি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা যুদ্ধবিরতি থেকে সরে আসতে উৎসাহিত করেছে। তিনি গাজায় দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছেন। আবদেল-লতিফ আল-কানৌয়া বলেন, আমাদের জনগণের প্রতি ট্রাম্পের বারবার দেওয়া হুমকি নেতানিয়াহুকেই সমর্থন জানাচ্ছে,যাতে তিনি চুক্তি থেকে সরে আসতে পারেন এবং আমাদের জনগণের বিরুদ্ধে অবরোধ ও দুর্ভিক্ষ আরও কঠোরভাবে চাপাতে পারেন। তিনি আরও বলেন, 'অবশিষ্ট ইসরাইলি বন্দিদের মুক্তি দেওয়ার সেরা উপায় হলো-যুদ্ধবিরতিকে দ্বিতীয় পর্যায়ে নিয়ে যাওয়া। সেই সঙ্গে একে (ইসরাইল) বাধ্য করা যাতে তারা মধ্যস্থতাকারীদের তত্ত্বাবধানে স্বাক্ষরিত চুক্তি মেনে চলে।' যুদ্ধবিরতির প্রথম ধাপে মুক্তি পাওয়া কিছু ব্যক্তির সঙ্গে বুধবার হোয়াইট হাউজে দেখা করেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ে ১০ জীবিত জিম্মিকে মুক্তি দেওয়ার শর্ত দিয়েছে তারা। বৃহস্পতিবার স্কাই নিউজ অ্যারাবিয়াকে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি একটি সূত্র। তিনি বলেছেন, "যুদ্ধবিরতির মেয়াদ ৬০ দিন বাড়ানোর শর্তে ওয়াশিংটন ১০ জিম্মিকে ছাড়ার প্রস্তাব দিয়েছে। এছাড়া এই সময়ে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু এবং গাজা-মিসর সীমান্তবর্তী ফিলাডেলফি করিডর নিয়ে ইসরাইলের অবস্থান নিয়ে আলোচনা হবে। সঙ্গে গাজায় মানবিক সহায়তা প্রবেশ শুরুর কথাও বলা হয়েছে।" তবে যুক্তরাষ্ট্র কখন হামাসকে এই প্রস্তাব দিয়েছে সেটি নিশ্চিত নয়। সূত্রটি জানিয়েছে, হামাস এখনো মার্কিনিদের দেওয়া এই প্রস্তাব পর্যালোচনা করছে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরুর মাধ্যমে দখলদার ইসরাইল গাজায় সব ধরনের হামলা বন্ধ করে দেবে। গাজা থেকে তাদের সব সৈন্যকে প্রত্যাহার করে নেবে এবং মানবিক সহায়তা প্রবেশে কোনো বাধা দেবে না। এরপর শুরু হবে গাজা পুনর্গঠনের কাজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে