রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

এক ডজন কনসু্যলেট গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  ০৮ মার্চ ২০২৫, ০০:০০
এক ডজন কনসু্যলেট গুটিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় সামনের মাসগুলোতে পশ্চিম ইউরোপ ও লাতিন আমেরিকা থেকে প্রায় এক ডজন কনসু্যলেট গুটিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং বিশ্বজুড়ে কর্মী সংখ্যা কমিয়ে আনার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন একাধিক মার্কিন কর্মকর্তা।

ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদরদপ্তরে মানবাধিকার, শরণার্থী, বৈশ্বিক ন্যায়বিচার, নারী সংক্রান্ত বিষয় ও চোরাচালান প্রতিরোধের মতো যেসব বিশেষজ্ঞ বু্যরো আছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সেগুলোকেও একীভূত করার পরিকল্পনা করছে, বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সকে এমনটাই বলেছেন ওই কর্মকর্তারা।

এর আগে গত মাসে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক সরকারি ব্যয় কমাতে যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্মীবহর ছোট করে আনার যে নজিরবিহীন প্রচেষ্টা চালাচ্ছেন, তার অংশ হিসেবে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে মার্কিনিদের পাশাপাশি স্থানীয় কর্মীদেরও অন্তত ১০ শতাংশকে ছাঁটাই করার পরিকল্পনা হাতে নিতে বলা হয়েছে।

জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়া রিপাবলিকান ট্রাম্প চান কেন্দ্রীয় সরকারের আমলাতন্ত্র তার 'আমেরিকা প্রথম' নীতির সঙ্গে পুরোপুরি খাপ খাইয়ে নেবে। 'বিশ্বস্ত ও কার্যকরভাবে' পররাষ্ট্র নীতির বাস্তবায়ন নিশ্চিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পুনর্গঠনে গত মাসে তিনি একটি নির্বাহী আদেশও জারি করেছিলেন। নির্বাচনী প্রচারের সময়ও ট্রাম্প বিশ্বাসঘাতক মনে হওয়া আমলাদের বরখাস্ত করে 'ডিপ স্টেটকে নির্মূল করার' অঙ্গীকার বারবার পুনর্ব্যক্ত করেছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে