শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

ডেভেলপমেন্ট স্টাডিজে পড়াশোনা

ক্যাম্পাস ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
ডেভেলপমেন্ট স্টাডিজে পড়াশোনা
ডেভেলপমেন্ট স্টাডিজে পড়াশোনা

বর্তমান বিশ্বের জটিল সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ডেভেলপমেন্ট স্টাডিজ অন্যতম প্রাসঙ্গিক এবং কার্যকর একটি বিষয়। এটি আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের এমন একটি শাখাু যা উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, সামাজিক ন্যায়বিচার এবং মানবাধিকার সংরক্ষণের মতো গুরুত্বপূর্ণ ইসু্যগুলো বিশ্লেষণ এবং সমাধানে গুরুত্ব দেয়। এ ছাড়াও ডেভেলপমেন্ট স্টাডিজের বিশেষত্ব হলো, এর বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি। অর্থনীতি, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশবিদ্যা, জনস্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে এটি একীভূত জ্ঞান প্রদান করে। ফলে এই বিষয়ের শিক্ষার্থীরা বিশ্বব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং নীতিনির্ধারণে কার্যকর ভূমিকা রাখতে পারে। এসব দিক সামনে রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিষয়টি চালু করেছে। ইউনিভার্সিটির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শামীম হামিদী। ১৯৯৫ সালে ড. এ.বি.এম.মফিজুল ইসলাম পাটোয়ারী ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১২ হাজার। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫শ শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছেন। এ ইউনিভার্সিটিতে বর্তমানে প্রায় ৩০০ শিক্ষক পাঠদানে নিয়োজিত। অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে এখানে টিউশন ফি কম। ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের জন্য কোর্স ফি ৩ লাখ ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইউনিভার্সিটিতে রয়েছে দেশি-বিদেশি পর্যাপ্ত বই ও জার্নাল। ইউনিভার্সিটির লাইব্রেরিতে শিক্ষার্থীরা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পড়াশোনা করতে পারেন। বেসরকারি বিশ্ববিদ্যালয় ২০১০-এর আইন অনুযায়ী দরিদ্র, মেধাবী ও বীর মুক্তিযোদ্ধার সন্তানদের বৃত্তি প্রদান করা হয়। যোগাযোগ: স্থায়ী ক্যাম্পাস, সাঁতারকুল, বাড্ডা, ঢাকা। মোবাইল: ০১৯৩৯৮৫১০৬০-৪ এ ছাড়া পরীক্ষায় সর্বোচ্চ নম্বরধারীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ রয়েছে। ইউনিভার্সিটির সব শিক্ষার্থীর ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সকে বাধ্যতামূলক করা হয়েছে। বেসিক ইংলিশ, ফাংশনাল ইংলিশ, প্রিলিমিনারি ইংলিশ ও অ্যাডভান্সড ইংলিশ কোর্সও বাধ্যতামূলক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে