চার নেতার আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবেজেলহত্যার নেপথ্যে সংঘটিত ষড়যন্ত্র উদ্ঘাটন এখন জাতীয় দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। কারা ষড়যন্ত্রকারী, কারা প্ররোচনাদানকারী সে সব তদন্ত জরুরি। কলঙ্ক মোচনে সরকার এ ব্যাপারে সক্রিয় হবেন দেশবাসীর সেটাই প্রত্যাশা।