ছেলে : আব্বু, দেখ দেখ-ওই যে চোরের মা।
বাবা : দূর বোকা! চোরের মা কোথায়?
ছেলে : ওই যে লম্বা গলার যেটা।
বাবা : ওটা তো একটা জিরাফ।
ছেলে : কেন? কালই তো তুমি পড়ালে-'চোরের মায়ের বড় গলা'!