পুরনোকে বিদায় জানানোর মধ্য দিয়ে আরও একটি নতুন বছর আমাদের দ্বারে এসেছে। বলার অপেক্ষা রাখে না যে, নতুনের আবাহন, স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে প্রতি বছর পহেলা জানুয়ারি আমাদের মধ্যে আসে। যেমন আসে পহেলা বৈশাখ। এ দুটি বিশেষ দিনকেই আমরা বরণ করে নিই। একটির মধ্যে নিহিত রয়েছে আন্তর্জাতিকতা, অন্যটি আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতিতে ধারণ করে বাঙালি হৃদয়ে আবর্তিত হয়।
নতুন বছরে নতুন দিন আসে, আমরা উদ্দীপিত ও জাগ্রত হই। আনন্দ উদযাপনের পাশাপাশি আমরা অঙ্গীকার করি, নতুন বছরে নতুনভাবে চলতে। নতুনভাবে জীবনযাপন করতে। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অঙ্গীকারের মধ্যে প্রধান হয়ে ওঠে। ব্যক্তিচরিত্র বদলেরও অঙ্গীকার করি আমরা। আর এ সবই বিগত বছরের ভুলত্রম্নটি শুধরে নিয়ে নতুনভাবে, স্বচ্ছ ও সঠিকভাবে পথচলার অঙ্গীকার।
এ কথা বলার অপেক্ষা রাখে না, দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা ইত্যাদি নানা ক্ষেত্রেই বছরটি কেমন গেল তার হিসাব-নিকাশ সবাই করে থাকেন। এ প্রসঙ্গে বলতে চাই, আমাদের জাতীয় জীবনে ২০২৪ সালটি ছিল একটি ঘটনাবহুল বছর। কোটা সংস্কার ছিল ২০২৪ সালে বাংলাদেশের অন্যতম আলোচিত বিষয়। বাংলাদেশে এক অভূতপূর্ব গণ-আন্দোলনের মধ্য দিয়ে ৫ অগাস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দীর্ঘ সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ৩৬ দিন আগে শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছিল তা সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হওয়ার পর দেশজুড়ে সংঘাত-মৃতু্যর মধ্যে দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয়। প্রবল গণ-আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনের অবসান ঘটে। ৮ আগস্ট নোবেল পুরস্কার জয়ী মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন।
এছাড়া, এ বছর ১২ মার্চ এমভি আব্দুলস্নাহ নামের একটি জাহাজ ছিনতাই করে সোমালিয়ান জলদসু্যরা। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। জাহাজে ২৩ জন বাংলাদেশি নাবিক ছিলেন যাদের জিম্মি করেছিল সোমালিয়ান জলদসু্যরা। ১৫ এপ্রিল, ২০২৪ সোমালিয়ান জলদসু্যদের হাত থেকে ছাড়া পায় এমভি আব্দুলস্নাহ। ঘূর্ণিঝড় রেমাল ২০২৪ সালের ২৬ মে সন্ধ্যা থেকে ২৭ মে সকাল নাগাদ বাংলাদেশে আঘাত হানে। এ ঘূর্ণিঝড়ে ৭ জনের মৃতু্য হয়। ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনাও ঘটে। ঢাকার বেইলি রোডের একটি বহুতল ভবনে আগুন লেগে ৪৬ জনের মৃতু্য হয়। এছাড়া, আরও ৭৫ জন বিভিন্নভাবে আহত অবস্থায় উদ্ধার হন। ভারতকে ফাইনালে হারিয়ে গত ৮ ডিসেম্বর এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা জেতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
অন্যদিকে, পশ্চিম এশিয়ার দেশগুলোতে উত্তেজনা বেড়ে ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা বেড়ে যায়। এ অঞ্চলে চারটি যুদ্ধে এ বছর লিপ্ত থেকেছে ইসরাইল। সিরিয়ায় বিদ্রোহীদের ঝড়ো আক্রমণের মুখে পতন হয়েছে বাশার আল-আসাদের দীর্ঘদিনের শাসনের। মিয়ানমারে যুদ্ধ পরিস্থিতি অবনতির দিকে গেছে। দু'বছরের বেশি সময় ধরে চলতে থাকা রাশিয়ার সঙ্গে ইউক্রেইনের যুদ্ধে এ বছরও অধরা থেকেছে শান্তির আশা। সংঘাতের এই বাড়-বাড়ন্তের মধ্যেও এ বছর নির্বাচনী ডামাডোল ছিল বিশ্বের ৬০টির বেশি দেশে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার বিপুল জয় নিয়ে ফের নির্বাচিত হয়েছেন।
এছাড়া, প্রতি বছরের মতো এবারও আমরা দেশের গুণী ব্যক্তিদের হারিয়েছি- যা গভীর বেদনাবহ। অন্যদিকে, বাজার অস্থিরতা, হত্যাকান্ড, দুর্ঘটনায় মতু্য, গণপিটুনিতে হত্যা, ধর্ষণসহ নানা ধরনের ঘটনা আলোচনায় আসে। আমরা মনে করি, সামগ্রিক পরিস্থিতি আমলে নিয়ে আগামী দিন যেন সুন্দর হয়, মানুষের অপরাধপ্রবণতা রোধ হয়, ভাতৃত্ববোধ বাড়ে, হিংসাত্মক মনোভাব দূর হয় সেই লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখতে হবে। নতুন বছরে দেশের প্রতিটি মানুষের জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক এমনটি আমাদের প্রত্যাশা।