ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে কোনোমতে বেঁচে সুস্থ হয়ে উঠার পর আরেক বন্ধুর সঙ্গে দেখা।
প্রথম বন্ধু :দোস্ত, চল রাস্তা থেকে ঘুরে আসি।
দ্বিতীয় বন্ধু : না দোস্ত, আমি বাইরে যাব না, সমস্যা আছে।
প্রথম বন্ধু : কেন? কী সমস্যা?
দ্বিতীয় বন্ধু : ট্রাকের পেছনে লেখা ছিল, ধন্যবাদ! আবার দেখা হবে!