সোমবার, ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

রমজানের প্রকৃত উদ্দেশ্য মুত্তাকি হওয়ার পথে আত্মশুদ্ধি

ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম
  ০৫ মার্চ ২০২৫, ০০:০০
রমজানের প্রকৃত উদ্দেশ্য মুত্তাকি হওয়ার পথে আত্মশুদ্ধি
রমজানের প্রকৃত উদ্দেশ্য মুত্তাকি হওয়ার পথে আত্মশুদ্ধি

রমজান শুধু উপবাসের মাস নয়; এটি আত্মশুদ্ধির মাস- যার মূল লক্ষ্য মুত্তাকি হওয়া। আলস্নাহ তায়ালা বলেন, 'হে মুমিনরা যারা ইমান এনেছো, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে- যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর, যেন তোমরা মুত্তাকি হতে পার।' (সূরা বাকারা: ১৮৩)

এখানে 'মুত্তাকি' শব্দটি গভীর অর্থবোধক। এটি শুধু আলস্নাহভীতি বোঝায় না, বরং একজন ব্যক্তির নৈতিক উন্নতি, আত্মসংযম, সতর্কতা এবং আলস্নাহর প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিফলন।

'মুত্তাকি' শব্দের প্রকৃত ব্যাখ্যা

১. আলস্নাহভীতি ও আত্মনিয়ন্ত্রণ : সাধারণত, 'তাকওয়া' বা 'মুত্তাকি' শব্দটি খোদাভীতি বোঝাতে ব্যবহৃত হয়। কিন্তু এর প্রকৃত অর্থ হলো- আলস্নাহকে ভয় করার মাধ্যমে অন্যায় ও পাপ থেকে নিজেকে রক্ষা করা।

২. সতর্কতা ও আত্মসংযম : মুত্তাকি সেই ব্যক্তি, যে আলস্নাহর আদেশ মেনে চলে এবং সব ধরনের অন্যায় ও পাপকর্ম থেকে নিজেকে রক্ষা করে।

৩. আত্মশুদ্ধি ও নৈতিক উন্নতি: মুত্তাকি ব্যক্তি শুধু বাহ্যিকভাবে ধার্মিক নয়, বরং তার অন্তরও বিশুদ্ধ। সে সততা, দয়া, ধৈর্য, বিনয়, ন্যায়পরায়ণতা ও সংযম দ্বারা নিজেকে গঠন করে।

৪. সঠিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা : তাকওয়া আলস্নাহর পক্ষ থেকে এক বিশেষ নূর বা দূরদর্শিতা প্রদান করে- যার মাধ্যমে একজন মুত্তাকি ব্যক্তি সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য বুঝতে পারে।

কোরআন ও হাদিসে মুত্তাকিদের মর্যাদা:

কোরআনে মুত্তাকীদের জন্য বিশেষ মর্যাদা ও পুরস্কারের ঘোষণা রয়েছে :

'নিশ্চয়ই আলস্নাহ মুত্তাকিদের সঙ্গে আছেন।' (সূরা নাহল: ১২৮)

\হ'এটাই সেই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই; এটা মুত্তাকিদের জন্য পথনির্দেশ।' (সূরা বাকারা: ২)

\হ'নিশ্চয়ই আলস্নাহ মুত্তাকিদের জন্য জান্নাত প্রস্তুত করেছেন।' (সূরা আলে ইমরান: ১৩৩)

রমজানের মূল শিক্ষা: মুত্তাকি হওয়ার পথ

রমজান মাসের সিয়াম সাধনা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার জন্য নয়, বরং এটি আমাদের নফসের বিরুদ্ধে জিহাদ, আমাদের চরিত্রের পরিশুদ্ধি এবং আলস্নাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যম।

রমজান শেষে আমরা কি সত্যিকারের মুত্তাকি হতে পেরেছি? নাকি রোজা কেবল আমাদের জন্য ধর্মীয় আনুষ্ঠানিকতার অংশ হয়ে গেছে? আমাদের সবার উচিত রমজানের শিক্ষা নিয়ে সারা বছর মুত্তাকি হয়ে জীবনযাপন করা।

ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম : চেয়ারম্যান, আলহাজ্ব কে এম আব্দুল কারীম রাহিমাহুলস্নাহ ট্রাস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে