সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২
পদার্থবিজ্ঞান

দশম শ্রেণির পড়াশোনা

গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরছে-
মো. মাসুদ খান, প্রধান শিক্ষক, ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
  ০৪ নভেম্বর ২০২০, ০০:০০
দশম শ্রেণির পড়াশোনা
দশম শ্রেণির পড়াশোনা

অধ্যায় - ৩

৩১।অস্পর্শ বল কাকে বলে?

1

উত্তর : দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়া যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে।

৩২। স্পর্শ বল কাকে বলে?

উত্তর : যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন তাকে স্পর্শ বল বলে।

৩৩। চারটি মৌলিক বলের মধ্যে কোন বলের তীব্রতা বেশি?

উত্তর : সবল নিউক্লিয় বলের

৩৪। তড়িৎচৌম্বক বল কাকে বলে?

উত্তর : দুটি আহিত কণা বা বস্তু তাদের আধানের কারণে একে অপরের ওপর যে বল প্রয়োগ করে তাকে তড়িৎচৌম্বক বল বলে।

৩৫। নিউক্লিয়াসের স্থায়ীত্বের জন্য কোন বল দায়ী?

উত্তর : সবল নিউক্লিয় বল

৩৬। দুটি আহিত কণা গতিশীল হলে কোন বল উৎপন্ন হয়?

উত্তর : চৌম্বক বল

৩৭। দুর্বল নিউক্লিয় বল কাকে বলে?

উত্তর :যে স্বল্প পালস্নার বল নিউক্লিয়াসের অভ্যন্তরের মৌলিক কণাগুলোর মধ্যে কাজ করে তাকে দুর্বল নিউক্লিয় বল বলে।

৩৮। সাম্য বলগুলোর লব্ধির মান কত?

উত্তর :শূন্য

৩৯। কোন বলের কারণে নিউক্লিয়াসে অস্থিতিশীলতার সৃষ্টি হয়?

উত্তর : দুর্বল নিউক্লিয় বলের কারণে

৪০। কোন বলের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরছে?

উত্তর : মহাকর্ষ বলের কারণে

৪১। অসাম্য বল যখন বস্তুর ওপর ক্রিয়াশীল থাকে তখন বস্তুর কীসের পরিবর্তন ঘটে?

উত্তর : বেগ এবং দিকের

৪২। কোনো বস্তুর ওপর লব্ধি বল শূন্য হলে বস্তুটি কোন অবস্থায় থাকবে?

উত্তর : স্থির থাকবে

৪৩। ঘর্ষণ বল কাকে বলে?

উত্তর : একটি বস্তু যখন অন্য একটি বস্তুর ওপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন বস্তুদ্বয়ের স্পর্শতলে গতির বিরুদ্ধে বাধাদানকারী যে বলের সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে।

৪৪। কোন বলের লব্ধি শূন্য হয়?

উত্তর : সাম্য বলের

৪৫। দুটি চৌম্বক মেরুর মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বলকে কী বলে?

উত্তর : তড়িৎচৌম্বক বল

৪৬। অসাম্য বল কাকে বলে?

উত্তর :যদি কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল লব্ধি বলের মান শূন্য না হয় তখন ক্রিয়ারত বলগুলোকে অসাম্য বল বলে।

৪৭। ঘর্ষণ কয় প্রকার?

উত্তর : চার প্রকার

৪৮। ভরবেগের মাত্রা লিখ।

উত্তর :গখঞ-১

৪৯। ভরবেগের একক কী?

উত্তর :শমসং-১

৫০। ভরবেগ কোন রাশি?

উত্তর :ভেক্টর রাশি

৫১। ভরবেগের দিক কোন দিকে?

উত্তর :বেগের দিকে

৫২। বলের মাত্রা লিখ।

উত্তর : গখঞ-২

৫৩। আমরা যখন মাটির ওপর দিয়ে দৌড়াই তখন কীসের কারণে সামনে এগিয়ে যেতে পারি?

উত্তর :প্রতিক্রিয়া বলের কারণে

৫৪। প্রযুক্ত বলকে বলের ক্রিয়াকাল দ্বারা গুণ করলে কী পাওয়া যায়?

উত্তর :বলের ঘাত

৫৫। ক্রিয়া বল (ঋ১) এবং প্রতিক্রিয়া বল (ঋ২) এর মধ্যে সম্পর্ক লিখ।

উত্তর : ঋ১ = - ঋ২ বা ঋ১ + ঋ২ = ০

৫৬। একটি চলন্ত গাড়িকে ব্রেক করে থামানো হলো, গাড়িটি কোন ঘর্ষণ বলের সম্মুখীন হবে?

উত্তর :পিছলানো ঘর্ষণ

৫৭। পিছলানো ঘর্ষণের অন্য নাম কী?

উত্তর :বিসর্প ঘর্ষণ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে