সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ভাঙ্গুড়ায় কৃষকের ধান কেটে দিলো কৃষকদলের নেতাকর্মীরা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
  ১৯ মে ২০২৫, ১২:৪১
আপডেট  : ১৯ মে ২০২৫, ১২:৪২
ভাঙ্গুড়ায় কৃষকের ধান কেটে দিলো কৃষকদলের নেতাকর্মীরা
ছবি: যায়যায়দিন

পাবনার ভাঙ্গুড়ায় স্বেচ্ছায় দরিদ্র কৃষকদের ধান কেটে মাড়াই করে দিলেন ভাঙ্গুড়া অঞ্চলের কৃষকদলের নেতাকর্মী । রোববার (১৮ মে) সকাল ১০টায় ভাঙ্গুড়া পৌর এলাকার হাড়োপাড়া গ্রামের দরিদ্র কৃষক শামসুল হকের জমিতে পাকা ধান কেটে দেন কৃষকদলের নেতৃবৃন্দ।

উপজেলা কৃষকদলের আয়োজনে কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুমের তত্বোবধানে প্রায় ৩০ জন নেতাকর্মী এ ধানকাটা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

1

কৃষকের আপদ-বিপদে সর্বক্ষণে পাশে কৃষক দল,সংগঠনিক এই লক্ষ্যে উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুমের তত্বোবধানে ভাঙ্গুড়া উপজেলার কৃষকদের কৃষি কাজের অগ্রগতি ও সচেতনামূলক বিভিন্ন পরামর্শ এবং পাশাপাশি এ অঞ্চলের কৃষকের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় রবিবার প্রায় ৩০ জন নেতাকর্মী নিয়ে উপজেলার হাড়ো পাড়া এলাকার মাঠে শামছুল হক নামে কৃষকের প্রায় দুই বিঘা জমির পাকা ধান স্বেচ্ছায় কেটে মাড়াই করে দেন।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা কর্মসূচির আলোকে ওই দরিদ্র কৃষককের পরিত্যক্ত জমিটি ভাঙ্গুড়া কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আহমেদের তৎপরতায় পরিষ্কার পরিচ্ছন্নতা করে ধানের চাষের উপযোগি করেছে ছিল। আবহাওয়া অনুকূলে থাকায় নিয়মিত পরিচর্যা করায় সঠিক সময়ে ধান পেকে কর্তনের উপযোগি হয়।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সভাপতি আখেরুজ্জামান মাসুম বলেন, শহীদ জিয়ার আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা সর্বদা কৃষকের পাশে ও কৃষক কল্যাণে তৎপরতায় রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে