সোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ২৬ জুলাই ২০২১, ০০:০০
নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র
নবম-দশম শ্রেণির বাংলা দ্বিতীয়পত্র

১. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?

ক. ভাষা

খ. চিত্র

গ. ইঙ্গিত

ঘ. আচরণ

সঠিক উত্তর : ক. ভাষা

২. মানুষের কণ্ঠ নিঃসৃত বাক্‌ সংকেতের সংগঠনকে কী বলে?

ক. ধ্বনি

খ. শব্দ

গ. বাক্য

ঘ. ভাষা

সঠিক উত্তর : ঘ. ভাষা

৩. ভাষার মূল উপাদান কী?

ক. ধ্বনি

খ. বর্ণ

গ. শব্দ

ঘ. বাক্য

সঠিক উত্তর : ক. ধ্বনি

৪. প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে, অংশগুলো কী কী?

ক. ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ

খ. শব্দ, সন্ধি, সমাস, অর্থ

গ. অনুসর্গ, উপসর্গ, শব্দ, সন্ধি

ঘ. ধ্বনি, শব্দ, বর্ণ, সন্ধি

সঠিক উত্তর : ক. ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ

৫. প্রত্যেক ভাষারই কয়টি মৌলিক অংশ থাকে?

ক. ৩টি

খ. ৪টি

গ. ৫টি

ঘ. ৬টি

সঠিক উত্তর : খ. ৪টি

৬. বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষার সংখ্যা কত?

ক. প্রায় আড়াই হাজারের উপর

খ. প্রায় তিন হাজারের উপর

গ. প্রায় সাড়ে তিন হাজারের উপর

ঘ. প্রায় চার হাজারের উপর

সঠিক উত্তর : গ. প্রায় সাড়ে তিন হাজারের উপর

৭. বাংলা ভাষার মূল উৎস কী?

ক. কানাড়ি ভাষা

খ. বৈদিক ভাষা

গ. হিন্দি ভাষা

ঘ. অনার্য ভাষা

সঠিক উত্তর : খ. বৈদিক ভাষা

৮. আঞ্চলিক ভাষার অন্য নাম কী?

ক. কথ্যভাষা

খ. উপভাষা

গ. সাধু ভাষা

ঘ চলিত ভাষা

সঠিক উত্তর : খ. উপভাষা

৯. কোন ভাষা বংশ থেকে বাংলা ভাষার জন্ম হয়?

ক. পালি

খ. হিন্দি

গ. উড়িয়া

ঘ. বঙ্গকামরূপী

সঠিক উত্তর : ঘ. বঙ্গকামরূপী

১০. বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?

ক. চর্যাপদ

খ. সেকান্দার নামা

গ. শ্রীকৃষ্ণকীর্তন

ঘ. বৈষ্ণব পদাবলি

সঠিক উত্তর : গ. শ্রীকৃষ্ণকীর্তন

১১. ভাষাকে রূপদান করতে কীসের সাহায্য নিতে হয়?

ক. বাগ্‌ধারার

খ. অঙ্গ-প্রত্যঙ্গের

গ. বাগ্‌যন্ত্রের

ঘ. চক্ষু ও কর্ণের

সঠিক উত্তর : গ. বাগ্‌যন্ত্রের

১২. বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ যে ভাষায় কথা বলে তার নাম কী?

ক. মৌলিক ভাষা

খ. সাধু ভাষা

গ. উপভাষা

ঘ. ব্যবহারিক ভাষা

সঠিক উত্তর : গ. উপভাষা

১৩. বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?

ক. প্রাচীন যুগের

খ. মধ্যযুগের

গ. বর্তমান যুগের

ঘ. আধুনিক যুগের

সঠিক উত্তর : ঘ. আধুনিক যুগের

১৪. ভাষাভাষীর জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলা ভাষার স্থান কততম?

ক. দ্বিতীয়

খ. চতুর্থ

গ. ষষ্ঠ

ঘ. অষ্টম

সঠিক উত্তর : খ. চতুর্থ

১৫. মানুষের ভাষা কিসের দ্বারা সৃষ্টি হয়?

ক. কলমের সাহায্যে

খ. অঙ্গ-প্রত্যঙ্গের সাহায্যে

গ. ঠোঁটের সাহায্যে

ঘ. বাগ্‌যন্ত্রের সাহায্যে

সঠিক উত্তর : ঘ. বাগ্‌যন্ত্রের সাহায্যে

১৬. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

ক. মহাভারত

খ. চর্যাপদ

গ. রামায়ণ

ঘ. বৈষ্ণব পদাবলি

সঠিক উত্তর : খ. চর্যাপদ

১৭. বাংলা গদ্যরূপ কখন বিকাশ লাভ করে?

ক. প্রাচীন যুগে

\হখ. মধ্যযুগে

গ. ইংরেজ আগমনের পরে

ঘ. স্বাধীনতা যুদ্ধের পরে

সঠিক উত্তর : গ. ইংরেজ আগমনের পরে

১৮. বাংলা কোন ভাষাগোষ্ঠী থেকে উদ্ভুত?

ক. ইন্দো-ইউরোপীয়

খ. ইউরো-ইরানীয়

গ. ইন্দো-আফ্রিকান

ঘ. ইনো-এরাবিয়ান

সঠিক উত্তর : ক. ইন্দো-ইউরোপীয়

১৯. বাংলাদেশ ছাড়া অন্য কোন এলাকার জনসাধারণের সর্বজনীন ভাষা বাংলা?

ক. আসাম

খ. উড়িষ্যা

গ. পশ্চিমবঙ্গ

ঘ. ত্রিপুরা

সঠিক উত্তর : গ. পশ্চিমবঙ্গ

২০. বাংলা ভাষায় চলিত রীতির বিশেষ বৈশিষ্ট্য কোনটি?

ক. আভিজাত্যপূর্ণ

খ. পদবিন্যাস সুনির্দিষ্ট

গ. কৃত্রিমতা বর্জিত

ঘ. কাঠামো অপরিবর্তনীয়

সঠিক উত্তর : গ. কৃত্রিমতা বর্জিত

২১. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?

ক. গুরুগম্ভীর

খ. কৃত্রিম

গ. পরিবর্তনশীল

ঘ. তৎসম শব্দবহুল

সঠিক উত্তর : গ. পরিবর্তনশীল

২২. সাধু ভাষার বৈশিষ্ট্য নয় কোনটি?

ক. গুরুগম্ভীর

খ. কৃত্রিমতা বর্জিত

গ. অবোধ্য

ঘ. অপরিবর্তনশীল

সঠিক উত্তর : খ. কৃত্রিমতা বর্জিত

২৩. ডক্টর মুহম্মদ শহীদুলস্নাহর মতে, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন যুগ কখন থেকে হিসাব করা হয়?

ক. ৬৫০ সাল থেকে

খ. ৭৫০ সাল থেকে

গ. ৮৫০ সাল থেকে

ঘ. ৯৫০ সাল থেকে

সঠিক উত্তর : খ. ৭৫০ সাল থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে