রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ঘোড়াঘাটে এসএসসি পরীক্ষার ২ শিক্ষার্থী বহিষ্কার, ৪ শিক্ষককে অব্যাহতি 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ০৪ মে ২০২৫, ১৬:৩৭
ঘোড়াঘাটে এসএসসি পরীক্ষার ২ শিক্ষার্থী বহিষ্কার, ৪ শিক্ষককে অব্যাহতি 
ছবি: যায়যায়দিন

দিনাজপুরের ঘোড়াঘাটে এসএসসি পরিক্ষার ২ শিক্ষার্থীর বহিস্কার ও কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা ৪ শিক্ষককে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার (৪ মে) বেলা ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলাম ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল এন্ড কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে অসুদউপায় অবলম্বনে দায়ে ২ জন শিক্ষার্থীকে থেকে বহিষ্কার করেন। সেই সাথে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারনে চলতি বছরের পরীক্ষার সকল কার্যক্রম থেকে ৪ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়।

ওই ২ জন শিক্ষার্থী হলেন ঘোড়াঘাট পৌরসভাধীন নুরজাহানপুর অব সামরিক কলোনী উচ্চ বিদ্যালয়ের, তারা সাধারণ বিজ্ঞান বিষয়ে পরিক্ষা দিচ্ছিলেন এবং দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া ৪জন শিক্ষক হলেন, ঘোড়াঘাট কেসি পাইলট স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মোঃ আব্দুল খালেক, মোঃ রফিকুল ইসলাম, স্বপ্না মার্ডী ও পার্থ কুমার শীল।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, নকল মুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার লক্ষে ও পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে