বুধবার, ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২
বাংলা প্রথম পত্র

এইচএসসির পড়াশোনা

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ০৮ আগস্ট ২০২১, ০০:০০
এইচএসসির পড়াশোনা
ফোর্ট উইলিয়াম দুর্গ

নাটক : সিরাজউদ্দৌলা

১। মোহাম্মদি বেগ কত টাকার বিনিময়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করতে রাজি হয়েছিল?

1

ক. দশ হাজার খ. আট হাজার

গ. ছয় হাজার ঘ. পাঁচ হাজার

উত্তর : ক. দশ হাজার

২। 'স্বার্থান্ধ প্রতারকের কাপুরুষতা বীরের সংকল্প টলাতে পারেনি' বলতে কার কথা বোঝানো হয়েছে?

ক. নৌবে সিং খ. রাজবলস্নভ

গ. জগৎ শেঠ ঘ. রায়দুর্লভ

উত্তর : ক. নৌবে সিং

৩। 'সিরাজউদ্দৌলা' নাটকটির রচয়িতা কে?

ক. আবু হেনা মোস্তফা কামাল

খ. সৈয়দ ওয়ালীউলস্নাহ

গ. দ্বিজেন্দ্রলাল রায়

ঘ. সিকান্দার আবু জাফর

উত্তর : ঘ. সিকান্দার আবু জাফর

৪। সিকান্দার আবু জাফর কোন পত্রিকা সম্পাদনা করে স্মরণীয় হয়ে আছেন?

ক. দৈনিক ইনকিলাব

খ. দৈনিক যুগান্তর

গ. মাসিক মোহাম্মদি

ঘ. মাসিক সমকাল

উত্তর : ঘ. মাসিক সমকাল

৫। সিকান্দার আবু জাফরের পেশা কোনটি?

ক. শিক্ষকতা খ. ওকালতি

গ. সাংবাদিকতা ঘ. ব্যবসা

উত্তর : গ. সাংবাদিকতা

৬। 'সিরাজউদ্দৌলা' নাটকের উলেস্নখযোগ্য চরিত্র সংখ্যা কতটি?

ক. ২৫টি খ. ৩০টি

গ. ৩৫টি ঘ. ৩৯টি

উত্তর : ঘ. ৩৯টি

৭। 'সিরাজউদ্দৌলা' নাটকে মোট কতটি অঙ্ক বিদ্যমান?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

উত্তর : গ. চারটি

৮। 'সিরাজউদ্দৌলা' নাটকে মোট কতটি দৃশ্য রয়েছে?

ক. ৬টি খ. ৮টি

গ. ১০টি ঘ. ১২টি

উত্তর : ঘ. ১২টি

৯। 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন অঙ্কে দৃশ্য সংখ্যা সর্বাধিক?

ক. প্রথম অঙ্কে খ. দ্বিতীয় অঙ্কে

গ. তৃতীয় অঙ্কে ঘ. চতুর্থ অঙ্কে

উত্তর : গ. তৃতীয় অঙ্কে

১০। 'সিরাজউদ্দৌলা' নাটকের তৃতীয় অঙ্কে মোট কতটি দৃশ্য রয়েছে?

ক. ২টি খ. ৩টি

গ. ৪টি ঘ. ৫টি

উত্তর : গ. ৪টি

১১। 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন অঙ্কে সর্বনিম্ন দুটি দৃশ্য রয়েছে?

ক. প্রথম অঙ্কে খ. দ্বিতীয় অঙ্কে

গ. তৃতীয় অঙ্কে ঘ. চতুর্থ অঙ্কে

উত্তর : ঘ. চতুর্থ অঙ্কে

১২। 'সিরাজউদ্দৌলা' নাটকটি প্রথম প্রকাশিত হয় কত সালে?

ক. ১৯৫২ সালে খ. ১৯৬৫ সালে

গ. ১৯৬৬ সালে ঘ. ১৯৬৯ সালে

উত্তর : খ. ১৯৬৫ সালে

১৩। 'সিরাজউদ্দৌলা' নাটকটির বিষয় অনুসারে কোন প্রকৃতির নাটক?

ক. কাল্পনিক খ. ঐতিহাসিক

গ. আত্মজৈবনিক ঘ. চরিত্রপ্রধান

উত্তর : খ. ঐতিহাসিক

১৪। রস বিচারে 'সিরাজউদ্দৌলা' নাটকটি কোন প্রকৃতির নাটক?

ক. হাস্যরসাত্মক খ. ব্যঙ্গাত্মক

গ. বিদ্রম্নপাত্মক ঘ. ট্র্যাজেডিধর্মী

উত্তর : ঘ. ট্র্যাজেডিধর্মী

১৫। 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে কোন দুর্গের বর্ণনা আছে?

ক. ফোর্ট উইলিয়াম দুর্গ

খ. একডালা দুর্গ

গ. বাস্তিল দুর্গ

ঘ. লালবাগ কেলস্না

উত্তর : ক. ফোর্ট উইলিয়াম দুর্গ

১৬। 'সিরাজউদ্দৌলা' নাটকে 'কোম্পানি' শব্দটি দ্বারা কোন কোম্পানিকে নির্দেশ করেছে?

ক. মারাঠা বহুজাতিক কোম্পানিকে

খ. ফরাসি বহুজাতিক কোম্পানিকে

গ. পর্তুগিজ বহুজাতিক কোম্পানিকে

ঘ. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে

উত্তর : ঘ. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে

১৭। 'চুপ বেইমান! কাপুরুষ বাঙালির কথায় যুদ্ধ হবে না।' সংলাপটি ক্লেটন কার উদ্দেশে বলেন?

ক. ক্যাপ্টেন মিনচিন খ. উমিচাঁদ

গ. মানিকচাঁদ ঘ. ওয়ালি খান

উত্তর : ঘ. ওয়ালি খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে