রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ য়
  ২২ অক্টোবর ২০২১, ০০:০০
নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র
নবম-দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আজ তোমাদের জন্য বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো

বঙ্গবাণী

উদ্দীপকটি পড়ে ৭৫ ও ৭৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

মাহাদী খ্যাতনামা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে। ছোট বোন ফারিহা

পড়েছে বাংলা মিডিয়ামে। নিজের মিডিয়ামের প্রতি গভীর ভালোবাসা থেকে মাঝে মধ্যেই ফারিয়াকে পড়াশোনা নিয়ে নাক সিটকায় মাহাদী।

৭৫। মাহাদী 'বঙ্গবাণী' কবিতায় কাদের প্রতীক?

(ক) মাতৃভাষা বিদ্বেষীদের

(খ) মারফত জ্ঞানহীনদের

(গ) শাস্ত্রজ্ঞানহীনদের

(ঘ) বোধশক্তিহীনদের

উত্তর : (ক) মাতৃভাষা বিদ্বেষীদের

৭৬। উক্ত ব্যক্তিদের বিষয়ে আবদুল হাকিমের অভিমত-

র. তারা যেন দেশ ছেড়ে বিদেশ চলে যায়

রর. তাদের জন্মপরিচয় নির্ণয় করা যায় না

ররর. তাদের আদর্শ ত্যাগ করা উচিত

নিচের কোনটি ঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর : (ক) র ও রর

৭৭। উদ্ধৃতাংশে 'বঙ্গবাণী' কবিতায় বিধৃত মাতৃভাষা ফুটে ওঠা দিকটি কোনটি?

(ক) গুরুত্ব

(খ) আভিজাত্য

(গ) অবদান

(ঘ) আবেদন

উত্তর : (ক) গুরুত্ব

৭৮। উদ্দীপকে প্রতিফলিত ভাবের সঙ্গে নিচের কোনটি সামঞ্জস্য রয়েছে?

(ক) হৃদয় আমার বাংলার লাগি

যে দেশেই থাকি সদা থাকে জাগি

(খ) বাংলার গল্প বাংলার গীত,

শুনিলে এ চিত্ত সদা বিমোহিতা

(গ) বাংলার কাব্য, বাংলার ভাষা,

মিটায় আমার প্রাণের পিপাসা

(ঘ) বাঙালির সনে মিশে প্রাণে প্রাণে

থাকিব সতত জীবনে মরণে।

উত্তর : (গ) বাংলার কাব্য, বাংলার ভাষা,

মিটায় আমার প্রাণের পিপাসা

নিচের উদ্দীপকটি পড়ো এবং ৭৯ থেকে ৮০ নম্বর প্রশ্নের উত্তর দাও:

বংশানুক্রমে বাংলাদেশেই আমাদের বসতি, বাংলাদেশ আমাদের মাতৃভূমি এবং মাতৃভাষায় বর্ণিত বক্তব্য আমাদের মর্মস্পর্শ করে। মাতৃভাষার চেয়ে হিতকর আর কিছু নেই।

৭৯। উদ্দীপকটির সঙ্গে তোমার পঠিত কোন কবিতার সাদৃশ্য আছে?

(ক) বঙ্গবাণী (খ) কপোতাক্ষ নদ

(গ) আমার পরিচয় (ঘ) জীবন-সঙ্গীত

উত্তর : (ক) বঙ্গবাণী

৮০। উদ্দীপকের সঙ্গে 'বঙ্গবাণী' কবিতার ভাবের কোন মিল পাওয়া যায়?

(ক) ভাষাপ্রীতি (খ) প্রকৃতিপ্রীতি

(গ) ভ্রমণপ্রীতি (ঘ) গানপ্রীতি

উত্তর : (ক) ভাষাপ্রীতি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে