রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

মান্দায় জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  ০৩ মে ২০২৫, ২১:৩৫
মান্দায় জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
ছবি: যায়যায়দিন

নওগাঁর মান্দায় জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। গত ১ মে উপজেলার বানিসর বাজার সংলগ্ন “বালুবাজার কিন্ডার গার্টেন এন্ড হাইস্কুল” মাঠে আয়োজিত সমাবেশে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আনুষ্ঠানিকভাবে ৩ নং পরানপুর ইউনিয়নের সাবেক ইউ’পি চেয়ারম্যান ইলিয়াস খানকে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়।

ইলিয়াস খান বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সহ- সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে অত্র উপজেলার ১৪ টি ইউনিয়নের মধ্যে ৫নং গনেশপুর ইউনিয়নে আমিনুল ইসলাম, ৬ নং মৈনম ইউনিয়নে শাহাদত হোসেন,৭নং প্রসাদপুর ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন,৮ নং কুসুম্বা ইউনিয়নে আমজাদ হোসেন,১২ নং কাঁশোপাড়া ইউনিয়নে হারুন-অর রশিদ, ১৩ নং কসব ইউনিয়নে আতাউল হক এবং ১৪ নং বিষ্ণপুর ইউনিয়নে শামসুদ্দিন হোসেনের নাম ঘোষনা করা হয়। তবে,২নং ভালাইন,৪নং মান্দা সদর,৯নং তেঁতুলিয়া,১০ নং নূরুল্যাবাদ এবং ১১ নং কালিকাপুর ইউনিয়নে এখনও প্রার্থী’র নাম ঘোষণা দেয়া হয়নি। হয়তো যাচাই-বাছাই করে অল্প সময়ের মধ্যেই এসব ইউনিয়নেও প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এদের মধ্যে ৪নং মান্দা সদর ইউনিয়নে জামায়াত নেতা তোফাজ্জল হোসেন, ৯নং তেঁতুলিয়া ইউনিয়নে জামায়াত নেতা মোখলেছুর রহমান কামরুল এবং ১০ নং নূরুল্যাবাদ ইউনিয়নে জামায়াত নেতা জায়েদুর রহমান মাষ্টার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামী পরানপুর ইউনিয়ন শাখার আমির মাওঃ মাছির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার আমীর ডাঃ মাওলানা মো. আমিনুল হক এবং সহ-সেক্রেটারী রফিকুল ইসলাম প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মান্দা উপজেলার শাখার সভাপতি মাহবুব আলম মিঠু,সেক্রেটারী আব্দুল হামিদ,উপজেলা বাইতুল মাল সেক্রেটারী মোয়াজ্জেম হোসেন প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে