রোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

পঞ্চম শ্রেণির বিজ্ঞান

আজ তোমাদের জন্য আমাদের পরিবেশ নিয়ে আলোচনা করা হলো
মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
  ০৭ মার্চ ২০২২, ০০:০০
পঞ্চম শ্রেণির বিজ্ঞান
পঞ্চম শ্রেণির বিজ্ঞান

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:

১। পরিবেশের উপাদানগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?

উত্তর : পরিবেশের উপাদানগুলোকে দুই ভাগে ভাগ করা যায়।

২। পরিবেশের উপাদানগুলো কী কী?

উত্তর : পরিবেশের উপাদানগুলো দুই ধরনের- জীব উপাদান ও জড় উপাদান।

৩। বেঁচে থাকার জন্য উদ্ভিদ কোন জড় উপাদানের উপর নির্ভর করে?

উত্তর : বেঁচে থাকার জন্য উদ্ভিদ বিভিন্ন জড় উপাদানের উপর নির্ভর করে। যেমন- সূর্যের আলো, মাটি, পানি, বায়ু ইত্যাদি।

৪। বাস্তুসংস্থান কাকে বলে?

উত্তর : কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হলো ওই স্থানের বাস্তুসংস্থান।

৫। উদ্ভিদের বীজ সৃষ্টি হয় কীভাবে?

উত্তর : পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয়।

৬। উদ্ভিদের পরাগায়নে সাহায্যকারী নিয়ামকগুলো কী কী?

উত্তর : উদ্ভিদের পরাগায়নে সাহায্যকারী নিয়ামকগুলো হলো- পানি, বায়ু, প্রাণী, যেমন- মানুষ, পাখি, মৌমাছি ইত্যাদি।

৭। বীজের বিস্তরণ কাকে বলে?

উত্তর : মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াকে বলে বীজের বিস্তরণ। এর ফলে নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে ওঠে।

৮। খাদ্য শৃঙ্খল কাকে বলে?

উত্তর : বাস্তুসংস্থানে সবুজ উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের ধারাবাহিক প্রক্রিয়ার নাম খাদ্যশৃঙ্খল।

৯। খাদ্যজাল কী?

উত্তর : বাস্তুসংস্থানে একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে জালের মতো যে আকার ধারণ করে তাকে বলে খাদ্য জাল।

১০। উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে?

উত্তর : উদ্ভিদের পাতায় সবুজ কণিকা রয়েছে, যা ক্লোরোফিল নামে পরিচিত। উদ্ভিদ এই ক্লোরোফিলের সহায়তায় সূর্যের আলো, কার্বন ডাইঅক্সাইড ও পানির সাহায্যে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।

১১। পরিবেশের একটি খাদ্য জালে কয়টি খাদ্য শৃঙ্খল থাকে?

উত্তর : পরিবেশের একটি খাদ্য জালে একাধিক খাদ্য শৃঙ্খল থাকে।

১২। সবুজ উদ্ভিদ কোন প্রক্রিয়ায় নিজের খাদ্য তৈরি করে?

উত্তর : সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য তৈরি করে।

১৩। প্রাণী তার খাদ্যের জন্য কিসের উপর নির্ভরশীল?

উত্তর : প্রাণী তার খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল।

১৪। সকল প্রাণীর শক্তি প্রয়োজন কেন?

উত্তর : বেঁচে থাকার জন্য সব প্রাণীর শক্তি প্রয়োজন।

১৫। একটি তৃণজাতীয় উদ্ভিদের নাম লেখ।

উত্তর : একটি তৃণজাতীয় উদ্ভিদ হলো ঘাস।

১৬। প্রাণীর শ্বাসকার্যে বায়ুতে ত্যাগকৃত এবং উদ্ভিদের খাদ্য তৈরির জন্য গ্রহণকৃত উপাদানের নাম কী?

উত্তর : প্রাণীর শ্বাসকার্যে বায়ুতে ত্যাগকৃত ও উদ্ভিদের খাদ্য তৈরির জন্য গ্রহণকৃত উপাদান হলো কার্বন ডাইঅক্সাইড।

১৭। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য কোন কোন উপাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ?

উত্তর : উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য মাটি, পানি ও বায়ু অত্যন্ত গুরুত্বপূর্র্ণ।

১৮। পরাগায়ন কী?

উত্তর : ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলের বা একই জাতের অন্য ফুলের গর্ভমুন্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। এটি ফল ও বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত।

১৯. তানিম খেলতে গিয়ে ক্লান্ত হয়ে গেল। শ্বাসকার্য চালাতে তার কষ্ট হচ্ছে। এ সময় তার কী গ্রহণ করা প্রয়োজন।

উত্তর : অক্সিজেন।

২০. মানুষ নিজের খাদ্য নিজে তৈরি করতে না পারলেও উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করে। কোন প্রক্রিয়ায় উদ্ভিদ তার খাদ্য তৈরি করে?

উত্তর : সালোকসংশ্লেষণ।

২১. তোমাদের বাড়ির পাশের বনে কাঠবিড়ালি ও বানর দেখা যায়। এই প্রাণীদের আবাসস্থল-

উত্তর : গাছ।

২২. পরাগায়ন-প্রক্রিয়ায় উদ্ভিদের কী ঘটে?

উত্তর : বংশ বৃদ্ধি হয়।

২৩. আবিদদের ছাদের দেয়ালে একটি নতুন বটগাছ জন্মেছে। কিসের মাধ্যমে গাছটির বীজ এখানে এসেছে?

উত্তর : প্রাণী।

২৪. আমাদের বেঁচে থাকার জন্য খাদ্যের প্রয়োজন। এই চাহিদা মেটানোর জন্য আমরা কার ওপর নির্ভর করি?

উত্তর : উদ্ভিদ ও প্রাণী উভয়ের ওপর।

২৫. আফরিন তার ফলগাছ থেকে ফল সংগ্রহ করে। আফরিনের গাছগুলো নিজের খাদ্য তৈরিতে কোনটি ব্যবহার করে?

উত্তর : সূর্যের আলো।

২৬. সিয়ামের সরিষাখেতে গাছ থেকে বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে পড়ে। এই ছড়িয়ে পড়াকে কী বলে?

উত্তর : বীজের বিস্তরণ।

২৭. তিনাদের পেয়ারাগাছের বীজ থেকে গাছের গোড়ায় ছোট ছোট নতুন চারা হয়েছে। তিনার গাছের বীজ সৃষ্টিতে কোন প্রাণী সাহায্য করেছে?

উত্তর : মৌমাছি।

২৮. তোমাদের বাড়ির পুকুরটিতে আছে ব্যাঙ, শেওলাজাতীয় ছোট ছোট উদ্ভিদকণা। এ ছাড়া আছে ছোট-বড় অনেক মাছ। পুকুরটিতে কী তৈরি হতে পারে?

উত্তর : খাদ্যশৃঙ্খল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে