বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

অষ্টম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

আজ তোমাদের জন্য বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো
সুধীরবরণ মাঝি, শিক্ষক হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ২৩ মার্চ ২০২২, ০০:০০
অষ্টম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়
অষ্টম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়

দশম অধ্যায়

১। আমাদের দেশে কিশোর অপরাধের প্রধান কারণ কী?

1

(ক) দারিদ্র্য

(খ) আদর-যত্নের অভাব

\হ (গ) বিবাহবিচ্ছেদ

(ঘ) চিত্তবিনোদনের অভাব।

সঠিক উত্তর : (ক) দারিদ্র্য

২। মাদকাসক্তি প্রতিরোধে যে সব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে-

(র) ধর্মীয় শিক্ষার গুরুত্ব দেওয়া

(রর) নৈতিক মূল্যবোধ শেখানো

(ররর) মাদকজাতীয় দ্রব্যের উৎপাদন নিষিদ্ধ করা।

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর : (ঘ) র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ো ৩ এবং ৪নং প্রশ্নের উত্তর দাও :

\হতারিক পিতা-মাতার আদরের সন্তান। ইদানীং তার আচরণে পরিবর্তন দেখা যাচ্ছে। স্কুলে না গিয়ে সে লুকিয়ে লুকিয়ে ধূমপান করে এবং টাকার জন্য মাকে প্রায়ই উত্ত্যক্ত করে।

৩। তারেকের আচরণটিতে কী প্রকাশ পায়?

(ক) শিশু অপরাধ

(খ) মূল্যবোধের অবক্ষয়

(গ) মাদকাসক্তি

(ঘ) নিঃসঙ্গতা

সঠিক উত্তর :(গ) মাদকাসক্তি

৪। উদ্দীপকে বর্ণিত তারিকের আচরণের ফলে-

(র) বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেবে

(রর) মানসিক স্বাস্থ্যের তেমন পরিবর্তন হবে না

(ররর) সামাজিক জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হবে

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) র ও ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (খ) র ও ররর

৫। শিশু-কিশোরদের মধ্যে ধূমপানের অভ্যাস গড়ে ওঠে কীভাবে?

(ক) কৌতূহল মেটাতে

(খ) বন্ধুদের প্ররোচনায়

(গ) বিজ্ঞাপনের প্রভাবে

(ঘ) সহজলভ্যতায়

সঠিক উত্তর: (ক) কৌতূহল মেটাতে

৬। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে কিশোর অপরাধের বয়সসীমা কত?

(ক) ৭-১২ বছর (খ) ৭-১৪ বছর

(গ) ৭-১৬ বছর (ঘ) ১৪-২০ বছর

সঠিক উত্তর: (খ) ৭-১৪ বছর

৭। নিচের কোনটির প্রভাবে মানসিক স্বাস্থ্য দুর্বল হয়ে পড়ে?

(ক) অপসংস্কৃতি

(খ) মাদকাসক্তি

(গ) কিশোর অপরাধ

(ঘ) পারিবারিক অশান্তি।

সঠিক উত্তর: (খ) মাদকাসক্তি

৮। যে পরিবারে কিশোর অপরাধী থাকে। সে পরিবারের-

(ক) শান্তি বিনষ্ট হয়

(খ) রাজনৈতিক মর্যাদা বৃদ্ধি পায়

(গ) পারিবারিক দাপট বৃদ্ধি পায়

(ঘ) মর্যাদা বৃদ্ধি পায়।

সঠিক উত্তর: (ক) শান্তি বিনিষ্ট হয়

৯। বখাটেরা প্রায় কাদের উত্ত্যক্ত করে?

(ক) নারীদের (খ) ছাত্রীদের

(গ) পথচারীদের (ঘ) শিশুদের

সঠিক উত্তর: খ) ছাত্রীদের

১০। মাদকাসক্তিতে দেখা দেয়-

র. রাজনৈতিক সহিংসতা

রর. সামাজিক অস্থিরতা

ররর. মূল্যবোধের অবক্ষয়।

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (গ) রর ও ররর

১১। কারা স্বাভাবিকভাবেই কৌতূহলপ্রবণ?

(ক) মহিলারা (খ) শিশুরা

(গ) কিশোররা (ঘ) যুবকরা

সঠিক উত্তর: (গ) কিশোররা

১২। কিশোর অপরাধ হলো-

র. গাড়ি ভাংচুর

রর. বিনা টিকেটে ভ্রমণ

ররর. ঘুষ গ্রহণ

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) ররর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ক) র ও রর

১৩। কিশোর অপরাধ কীভাবে প্রতিরোধ করা যায়?

র. অভিভাবকদের সচেতনতার মাধ্যমে

রর. উপযুক্ত শাস্তি প্রদানের মাধ্যমে

ররর. আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে।

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

সঠিক উত্তর: (ঘ) র, রর ও ররর

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে