সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
১৩. বার্ষিক গতি কাকে বলে?
উত্তর : সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে।
১৪. বার্ষিক গতির ফল কী?
উত্তর : বার্ষিক গতির ফলে একই সময়ে পৃথিবীর বিভিন্ন অংশে দিন-রাত ছোট-বড় হয়। অর্থাৎ ঋতু পরিবর্তন হয়।
১৫. সূর্য কী?
উত্তর : সূর্য হচ্ছে একটি নক্ষত্র।
১৬. অমাবস্যা কখন হয়?
উত্তর : চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে আসে তখন অমাবস্যা হয়।
১৭. দূরের বস্তুকে স্পষ্টভাবে দেখার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়?
উত্তর: অণুবীক্ষণ যন্ত্র।
১৮. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত?
উত্তর : ৩,৮৪,৪০০ কিলোমিটার।
১৯. আলো প্রতি সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে?
উত্তর : ৩,০০,০০০ কিলোমিটার।
২০. চাঁদ কী?
উত্তর : চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ।
২১. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সেকেন্ড সময় লাগে?
উত্তর : ১.৩ সেকেন্ড
২২. জ্যোতির্বিজ্ঞান কী?
উত্তর: মহাকাশ সম্পর্কিত গবেষণাকে জ্যোতির্বিজ্ঞান বলা হয়।
২৩. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
উত্তর: প্রায় ১৫,০০,০০,০০০ কিলোমিটার।
২৪. সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত মিনিট সময় লাগে?
উত্তর : প্রায় ৮ মিনিট।
২৫. পৃথিবী সৌরজগতের কী?
উত্তর : একটি গ্রহ।
২৫. কক্ষপথ কাকে বলে?
উত্তর : যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কক্ষপথ বলে।
২৬. সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?
উত্তর: ৩৬৫ দিন ৬ ঘণ্টা।
২৭. অক্ষ কী?
উত্তর: অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী কাল্পনিক রেখা।
২৮. নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?
উত্তর : ২৩ ঘণ্টা ৫৬ মিনিট।
২৯. দিন রাত কীভাবে হয়?
উত্তর : পৃথিবীর আহ্নিক গতির কারণে দিন ও রাত হয়। পৃথিবী তার মেরু রেখার ওপর পশ্চিম থেকে পূর্বদিকে ঘুরছে। এভাবে একবার ঘুরে আসতে প্রায় ২৪ ঘণ্টা বা একদিন সময় লাগে। পৃথিবীর এ গতির নাম আহ্নিক গতি। এ আবর্তনের সময় পৃথিবীর যে অংশ সূর্যের দিকে থাকে সে অংশে তখন দিন এবং অপর অংশে রাত হয়।
৩০. চাঁদের দশা বলতে কি বোঝায়?
উত্তর : চাঁদ কখনো বড় আবার কখনো ছোট এবং কখনো গোলাকার বা অর্ধগোলাকার মনে হয়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে।
৩১. পৃথিবীর একমাত্র উপগ্রহ কী?
উত্তর : চাঁদ।
৩২. উপগ্রহ কী?
উত্তর: উপগ্রহ হলো সেই বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়।
৩৩. পৃথিবীর দুই ধরনের গতি কী কী?
উত্তর : পৃথিবীর দুই ধরনের গতি হলো :
(র) আহ্নিক গতি ও (রর) বার্ষিক গতি।
৩৪. দিন এবং রাত কী কারণে হয়?
উত্তর : দিন এবং রাত পৃথিবীর আহ্নিক গতির কারণে হয়।
৩৫. চাঁদের বিভিন্ন দশার কারণ কী?
উত্তর : পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন হয়। এটাই চাঁদের বিভিন্ন দশার কারণ।
৩৬. গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য কী?
উত্তর : গ্রহ ও উপগ্রহের মধ্যে পার্থক্য হলো : গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে আর উপগ্রহ গ্রহকে কেন্দ্র করে ঘোরে।
৩৭. পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে কী ঘটে?
উত্তর : পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে ওই অংশে তখন গ্রীষ্মকাল হয় এবং পৃথিবীর বাকি অর্ধেক দক্ষিণাংশে তখন শীতকাল হয়।
৩৮. রাতের আকাশে আমরা কী দেখতে পাই?
উত্তর : রাতের আকাশে আমরা অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পাই।
৩৯. আকাশের নক্ষত্রগুলোকে আরও স্পষ্ট দেখা যায় কীভাবে?
উত্তর : দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে আকাশের নক্ষত্রগুলোকে আরও স্পষ্ট দেখা যায়।
৪০. দূরবীক্ষণ যন্ত্র কারা ব্যবহার করেন?
উত্তর : দূরবীক্ষণ যন্ত্র বিজ্ঞানীরা গবেষণা করতে ব্যবহার করেন।
৪১. গ্রীষ্মকালে তাপমাত্রা বৃদ্ধি পায় কেন?
উত্তর : যখন পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে সে অংশে তখন গ্রীষ্মকাল হয়। এ সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়াভাবে কিরণ দেয়। ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়।
৪২. কীসের সাহায্যে নক্ষত্রগুলো স্পষ্ট দেখতে পাওয়া যায়?
উত্তর : দুরবিন যন্ত্র
৪৩. মহাকাশ সম্পর্কিত গবেষণাকে কী বলা হয়?
উত্তর : জ্যোতির্বিজ্ঞান
৪৪. যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহগুলো সূর্যকে আবর্তন করে তাকে কী বলে?
উত্তর : কক্ষপথ
৪৫. সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে কত সময় লাগে?
উত্তর : ৩৬৫ দিন ৬ ঘণ্টা
৪৬. নিজ অক্ষরেখার ওপর ঘূর্ণায়মান গতিকে কী বলে?
উত্তর : আহ্নিক গতি
৪৭. নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর কত সময় লাগে?
উত্তর : ২৩ ঘণ্টা ৫৬ মিনিট
৪৮. কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদকারী রেখাকে কী বলে?
উত্তর : অক্ষ
৪৯. পৃথিবীর অক্ষ রেখাটি কোন মেরু বরাবর ছেদ করেছে?
উত্তর : উত্তর-দক্ষিণ মেরু