সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

আদর্শ শিক্ষকের গুণাবলি

  ১১ মে ২০২২, ০০:০০
আদর্শ শিক্ষকের গুণাবলি

১। একজন আদর্শ শিক্ষক হবেন নম্র, ভদ্র, অমায়িক। তার আচার-আচরণ ও ব্যবহার দ্বারা সবার মন জয় করতে সমর্থ হবেন।

২। তিনি অবশ্যই সত্যবাদী, বিশ্বাসী ও আস্থাভাজন হবেন। তার কথায় এবং কাজে অবশ্যই কোনো অমিল থাকবে না।

1

৩। তিনি পোশাক পরিচ্ছদে পরিচ্ছন্ন ও রুচিশীল হবেন।

৪। দায়িত্ব পালনে তিনি হবেন একাগ্র ও নিষ্ঠাবান।

৫। একজন আদর্শ শিক্ষক হবেন শিক্ষানুরাগী, বিশেষ বিষয়ে তার পান্ডিত্য থাকতে হবে।

৬। তিনি হবেন আধুনিক, সৃজনশীল বহুমুখী প্রতিভার অধিকারী।

৭। তিনি হবেন একজন মনস্তাত্ত্বিক।

৮। শিক্ষক শিক্ষার্থীদের নিয়ন্ত্রণগুণ থাকতে হবে।

৯। একজন আদর্শ শিক্ষক তার চারিত্রিক গুণাবলি দ্বারা সবার শ্রদ্ধা অর্জন করতে সক্ষম হবেন।

মোহাম্মদ হেদায়েতুলস্নাহ

প্রধান শিক্ষক, নাগডেমরা উচ্চ বিদ্যালয় সাঁথিয়া, পাবনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে