সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

শাবি শিক্ষকের ওপর হামলা, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা ও প্রতিবাদ

শাবি প্রতিনিধি
  ১৯ মে ২০২৫, ১৩:২৮
আপডেট  : ১৯ মে ২০২৫, ১৩:৩২
শাবি শিক্ষকের ওপর হামলা, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা ও প্রতিবাদ
ছবি: যায়যায়দিন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক অধ্যাপক ড. শফিকুল ইসলাম-এর ওপর এক অযাচিত ও অপমানজনক হামলার নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।

সোমবার (১৯ মে) জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে।

1

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছে যে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের সম্মানিত সহকর্মী অধ্যাপক ড. শফিকুল ইসলাম-এর ওপর এক অযাচিত ও অপমানজনক হামলার ঘটনা ঘটেছে। এ ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত হামলা কেবল একজন ব্যক্তিকে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজের সম্মান, মর্যাদা ও নিরাপত্তাকে সরাসরি আঘাত করেছে।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছে জড়িত দুষ্কৃতিকারীকে দ্রুত আইনানুগভাবে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

আমরা ড. শফিকুল ইসলাম-এর দ্রুত সুস্থতা কামনা করছি এবং এই সংকটময় মুহূর্তে তাঁর ও তাঁর পরিবারের পাশে আছি।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম সবসময় শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক মূল্যবোধে অটল। আমরা সব ধরনের সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সোচ্চার ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে