সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ডিমলায় খালেদা জিয়ার ভাগ্নে তুহিনকে গণসংবর্ধনা 

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
  ১৯ মে ২০২৫, ১৩:১১
ডিমলায় খালেদা জিয়ার ভাগ্নে তুহিনকে গণসংবর্ধনা 
ছবি: যায়যায়দিন

নীলফামারীর ডিমলায় নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে, নীলফামারী জেলা বিএনপি’র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরীর তুহিনকে গণসংবর্ধনা দেয়া হয়েছে।

রোববার বিকেলে উপজেলা শহরের ইসলামিয়া ডিগ্রি কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ১৮ বছর পর নিজ নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করেন ডিমলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গণ সংবর্ধনা অনুষ্ঠানটি জনস্রোতে পরিণত হয়।

1

অনুষ্ঠানে শাহরিন ইসলাম চৌধুরী বলেন, ‘এই গণসংবর্ধনা আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দিয়েছেন, তা আমি চিরদিন মনে রাখব।’ তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের মানুষের মুক্তির একমাত্র পথ হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। আমরা সবাই মিলে সেই লক্ষ্যে কাজ করব।’

সংবর্ধনা অনুষ্ঠানে ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মো. মনোয়ার হোসেন সভাপতিত্ব বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা বিএনপির সহসভাপতি মো. মাহবুব উর রহমান, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব রইসূল আলম চৌধুরী, ডিমলা উপজেলা বিএনপির সহ সভাপতি মো. আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক সহিদুল ইসলাম, সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, সদর উপজেলা যুবদলের আহবায়ক সোহাগ খান লোহানী, যুগ্ন আহবায়ক আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল, উপজেলা কৃষকদলের সভাপতি নুর আলম প্রমুখ। এছাড়াও জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, আওয়ামী সরকারের দায়ের করা আয়কর ফাঁকির মামলায় গত ১৭ বছর আগে শাহরিন ইসলাম চৌধুরীকে আট বছরের কারাদন্ড দেন আদালত। গত ২২ এপ্রিল তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তিনি ঢাকার বিশেষ জজ আদালত-৬-এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ৮ মে তিনি জামিনে মুক্তি পান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে