সিরাজউদ্দৌলা
১৭। 'সিরাজউদ্দৌলা' নাটকের প্রথম অঙ্কের প্রথম দৃশ্যে কোন দুর্গের বর্ণনা আছে?
ক. ফোর্ট উইলিয়াম দুর্গ খ. একডালা দুর্গ
গ. বাস্তিল দুর্গ ঘ. লালবাগ কেলস্না
উত্তর : ক. ফোর্ট উইলিয়াম দুর্গ
১৮। 'সিরাজউদ্দৌলা' নাটকে 'কোম্পানি' শব্দটি দ্বারা কোন কোম্পানিকে নির্দেশ করেছে?
ক. মারাঠা বহুজাতিক কোম্পানিকে
খ. ফরাসি বহুজাতিক কোম্পানিকে
গ. পর্তুগিজ বহুজাতিক কোম্পানিকে
ঘ. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে
উত্তর : ঘ. ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে
১৯। ইংল্যান্ডের বীর সন্তান বলে কে নিজেকে পরিচয় দিয়েছেন?
ক. জর্জ হলওয়েল খ. ওয়াটস
গ. মিনচিন ঘ. ক্লেটন
উত্তর : ঘ. ক্লেটন
২০। আলিবর্দি খাঁর প্রকৃত নাম কী?
ক. মির্জা মুহম্মদ আলি
খ. মুহম্মদ আলি আকবর
গ. মির্জা আলি আকবর খান
ঘ. আলিবর্দি
উত্তর : ক. মির্জা মুহম্মদ আলি
২১। 'আপনিই এখন কমান্ডার-ইন-চিফ।' উমিচাঁদ কাকে উদ্দেশ করে এই
সংলাপটি করেছেন?
ক. ক্লেটন খ. হলওয়েল
গ. ওয়াটস ঘ. মিনচিন
উত্তর : খ. হলওয়েল
২২। 'নবাবসৈন্য কলকাতা আক্রমণ করার সঙ্গে সঙ্গে রোজার ড্রেক প্রাণভয়ে
কুকুরের মতো ল্যাজ গুটিয়ে পালিয়েছে।' সংলাপটি কার?
ক. সিরাজউদ্দৌলার খ. মোহনলালের
গ. মিরমর্দানের ঘ. জগৎশেঠের
উত্তর : ক. সিরাজউদ্দৌলার
২৩। মীরজাফরের প্রকৃত নাম কী?
ক. মীর জাফর খান খ. জাফর আলি খান
গ. মীর জাফর আলি খান ঘ. মির্জা জাফর খান
উত্তর : গ. মীর জাফর আলি খান
২৪। মীরজাফর ভারতবর্ষে আসে কোথা থেকে?
ক. ইরাক থেকে খ. চীন থেকে
গ. পারস্য থেকে ঘ. পর্তুগাল থেকে
উত্তর : গ. পারস্য থেকে
২৫। কলকাতা থেকে নবাবের তাড়া খেয়ে ইংরেজরা আস্তানা গেড়েছে কোথায়?
ক. ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজে
খ. পাটনায়
গ. কাশিমবাজারে তাদের নিজেদের দুর্গে
ঘ. নবাবের আয়ত্তের বাইরে পারস্য অঞ্চলে
উত্তর : ক. ভাগীরথী নদীতে ফোর্ট উইলিয়াম জাহাজে
২৬। 'ক্লাইভের গাধা' এবং 'চিরকালের বিশ্বাসঘাতক' বলে কে পরিচিত ছিলেন?
ক. মিরমর্দান খ. জর্জ
গ. উমিচাঁদ ঘ. মীরজাফর
উত্তর : ঘ. মীরজাফর
২৭। মীরজাফর ক্লাইভের হাত ধরে কত তারিখে বাংলার মসনদে বসেন?
ক. ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর
খ. ১৭৬৫ সালের ৬ ফেব্রম্নয়ারি
গ. ১৭৫৭ সালের ২৯ জুন
ঘ. ১৭৬৫ সালের ২৩ জুন
উত্তর : গ. ১৭৫৭ সালের ২৯ জুন
২৮। মীরজাফর কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হয়ে কত সালে মৃতু্যমুখে পতিত হন?
ক. ১৭৬৪ সালে খ. ১৭৬১ সালে
গ. ১৭৬৫ সালে ঘ. ১৭৫৭ সালে
উত্তর : গ. ১৭৬৫ সালে
২৯। জগৎশেঠ কে ছিলেন?
ক. নবাবের সেনাপতি মানিকচাঁদের ভ্রাতুষ্পুত্র
খ. নবাবের বিশ্বস্ত সেনাপতি
গ. নবাবের বিশস্ত গুপ্তচর
ঘ. জগতের শ্রেষ্ঠ মানুষ
উত্তর : ক. নবাবের সেনাপতি মানিকচাঁদের ভ্রাতুষ্পুত্র
৩০। 'সিপাহসালা' বলতে কাকে বোঝায়?
ক. কোষাধ্যক্ষকে খ. সৈন্য-সামন্তকে
গ. সেনাপতিকে ঘ. গুপ্তচরকে
উত্তর : গ. সেনাপতিকে
৩১। 'রোশনাই' শব্দের অর্থ কী?
ক. জ্যোতি বা আলো খ. তিমির বা আঁধার
গ. জালিম বা শাসক ঘ. সম্রাট বা বাদশা
উত্তর : ক. জ্যোতি বা আলো
৩২। নিজেকে 'খাদেম' বলে পরিচয় দিয়েছেন কে?
ক. মানিকচাঁদ খ. মিরমর্দান
গ. উমিচাঁদ ঘ. হোসেকুলি খাঁ
উত্তর : গ. উমিচাঁদ
৩৩। পলাশীর যুদ্ধ সময়কাল কত?
ক. ১৭৫৭ সালের ২২ জুন
খ. ১৭৫৭ সালের ২৩ জুন
গ. ১৭৫৭ সালের ২৪ জুন
ঘ. ১৭৫৭ সালের ২৫ জুন
উত্তর : খ. ১৭৫৭ সালের ২৩ জুন
৩৪। 'ঈশ্বরের নামে প্রতিজ্ঞা করেছি, সর্বশক্তি নিয়ে চিরকালের জন্য
আমি নবাবের অনুগামী।' এ কথা কে বলেছেন?
ক. রাজবলস্নভ খ. উমিচাঁদ
গ. রায়দুর্লভ ঘ. মানিকচাঁদ
উত্তর : গ. রায়দুর্লভ
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়