মনিরুল হক রনি প্রভাষক, সমাজকর্ম বিভাগ সাভার সরকারি কলেজ সাভার, ঢাকা য়
০১ নভেম্বর ২০২২, ০০:০০
সামাজিক সমস্যা প্রতিরোধ এবং
সামাজিক প্রতিষ্ঠান ও সংস্থা
১. সামাজিক প্রতিষ্ঠান হলো-
ক) একটি ব্যবস্থা খ) একটি শক্তি
গ) একটি বন্ধন ঘ) একটি অবকাঠামো
উত্তর : ক) একটি ব্যবস্থা
২. সামাজিক প্রতিষ্ঠান হলো 'প্রতিষ্ঠিত কর্মপদ্ধতি, যেগুলোর মাধ্যমে গোষ্ঠীর কার্যকলাপের বৈশিষ্ট্য সূচিত হয়।'- উক্তিটি কার?
ক) ম্যাকাইভার এবং পেজ খ) হর্টন এবং হান্ট
গ) এইচ ই বার্নস ঘ) ফ্রিডল্যান্ডার
উত্তর : ক) ম্যাকাইভার এবং পেজ
৩. 'সামাজিক প্রতিষ্ঠান হলো সমাজের একটি কাঠামো বিশেষ, যা প্রধানত সুপ্রতিষ্ঠিত পদ্ধতির মাধ্যমে জনগণের চাহিদা পূরণ করে থাকে।'- সংজ্ঞাটি কার?
ক) চই ঐড়ৎঃড়হ খ) ঝঁসহবৎ ধহফ কবষষবৎ
গ) গধপওাবৎ ধহফ চধমব ঘ) ইড়মধৎফধং
উত্তর : ঘ) ইড়মধৎফধং
৪. 'ঝড়পরবঃু' নামক গ্রন্থের রচয়িতা কে?
ক) অগাস্ট কোঁৎ খ) জিসবার্ট
গ) ম্যাকাইভার ও পেজ ঘ) জার্টরুড উইলসন
উত্তর : গ) ম্যাকাইভার ও পেজ
৫. 'ঞযব গড়ফবৎহ ঋধসরষু' গ্রন্থটি কার লেখা?
ক) অগবার্ন ও নিমকফ খ) কিংসলে ডেভিস
গ) আরএফ উইন্স ঘ) ম্যাকাইভার
উত্তর : গ) আরএফ উইন্স
৬ 'সামাজিক প্রতিষ্ঠান হলো বিভিন্ন সম্পর্কের এক সুসংগঠিত ব্যবস্থা'- সংজ্ঞাটি কার?
ক) হর্টন ও হান্ট খ) এইচ বার্নস
গ) সামনার ও কোহলার ঘ) ম্যাকাইভার
উত্তর : ক) হর্টন ও হান্ট
৭. সামাজিক প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য কোনটি?
ক) দ্রম্নত পরিবর্তন হয় না খ) সর্বজনীন ও সর্বব্যাপী
গ) মৌলিক মানবিক চাহিদা পূরণের মাধ্যম
ঘ) উপরের সবগুলো
উত্তর : খ) সর্বজনীন ও সর্বব্যাপী
৮. সামাজিক প্রতিষ্ঠান কীসের বাহন?
ক) আশা ও ভরসার খ) শান্তি ও শৃঙ্খলার
গ) ব্যবসায় ও হিসাবের ঘ) কৃষ্টি ও সংস্কৃতির
উত্তর : ঘ) কৃষ্টি ও সংস্কৃতির
৯. সমাজের মানুষকে নিয়ন্ত্রণ করার অন্যতম হাতিয়ার কোনটি?
ক) সামাজিক সংস্থা খ) সামাজিক প্রতিষ্ঠান
গ) অনৈতিক কার্যাবলি ঘ) বিভিন্ন প্রথা
উত্তর : খ) সামাজিক প্রতিষ্ঠান
১০. মানুষের সহজাত প্রবৃত্তি কোনটি?
ক) পরনির্ভরতা খ) স্বনির্ভরতা
গ) সহযোগিতা ঘ) সংঘবদ্ধতা
উত্তর : গ) সহযোগিতা
১১. কোনটি দলগত কার্যকলাপের একটি রূপ?
ক) সামাজিক সংঘ খ) সামাজিক সংস্থা
গ) সামাজিক প্রতিষ্ঠান ঘ) সামাজিক সংগঠন
উত্তর : ঘ) সামাজিক সংগঠন
১২. সমাজ কর্তৃক সৃষ্ট কোন ধরনের সমস্যা নিরূপণে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান কাজ করে থাকে?
ক) ব্যক্তিগত সমস্যা খ) দলীয় সমস্যা
গ) সামাজিক সমস্যা ঘ) সমষ্টিগত সমস্যা
উত্তর : গ) সামাজিক সমস্যা
১৩. 'প্রতিষ্ঠান' শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
ক) অমবহপু খ) ওহংঃরঃঁঃরড়হ
গ) অংংড়পরধঃরড়হ ঘ) ঈড়সসঁহরঃু
উত্তর : খ) ওহংঃরঃঁঃরড়হ
১৪. সামাজিক প্রতিষ্ঠানের উদাহরণ হিসেবে যা অধিক যুক্তিযুক্ত-
র. বিদ্যালয় রর. পরিবার ররর. রাষ্ট্র
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ঘ) র, রর ও ররর
১৫. প্রতিষ্ঠান হিসেবে নিচের কোনটি অধিক যুক্তিযুক্ত?
ক) পরিবার খ) সমাজ
গ) জনগণ ঘ) ইন্ডাস্ট্রি
উত্তর : ক) পরিবার
১৬. কতকগুলো কার্যাবলির সমন্বিত রূপ হলো ্ত
ক) আইন খ) প্রথা
গ) সংবিধান ঘ) প্রতিষ্ঠান
উত্তর : ঘ) প্রতিষ্ঠান
১৭. 'ঝড়পরধষ ওহংঃরঃঁঃরড়হ' গ্রন্থের রচয়িতা কে?
ক) বার্নস খ) ম্যাকাইভার
গ) নিমকফ ঘ) অগবার্ন
উত্তর : ক) বার্নস
১৮. কোনটি সামাজিকভাবে প্রতিষ্ঠিত ও পরিচালিত?
ক) সংগঠন খ) ক্লাব
গ) সংস্থা ঘ) প্রতিষ্ঠান
উত্তর : ঘ) প্রতিষ্ঠান
১৯. 'প্রতিষ্ঠান হলো এমন ঢাকা যার ওপর ভিত্তি করে সমাজ পরিচালিত হয়'। উক্তিটি করেছেন কে?
খ) ম্যাকাইভার ও পেজ খ) অগাস্ট কোঁৎ
গ) অগবার্ন ঘ) জিসবার্ট
উত্তর : ঘ) জিসবার্ট
২০. 'ঋঁহফধসবহঃধষং ড়ভ ঝড়পরড়ষড়মু' গ্রন্থের রচয়িতা কে?
খ) ম্যাকাইভার ও পেজ খ) অগাস্ট কোঁৎ
গ) অগবার্ন ঘ) জিসবার্ট
উত্তর : ঘ) জিসবার্ট
২১. 'প্রতিষ্ঠান হলো সমাজ কর্তৃক গৃহীত এমন এক স্থায়ী ব্যবস্থা যা ব্যক্তি ও গোষ্ঠীর সম্পর্ক নিয়ন্ত্রণ করে। উক্তিটি করেছেন কে?
ক) জিসবার্ট খ) ফ্রিডল্যান্ডার
ক) গ্রিড উড ঘ) বার্নস
উত্তর : ক) জিসবার্ট
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়