শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

একাদশ শ্রেণির পড়াশোনা

মনিরুল হক রনি, প্রভাষক সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ, সাভার, ঢাকা।
  ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

অষ্টম অধ্যায়

৭৯. ইউনিসেফ স্বাস্থ্য কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন স্থানে স্থাপন করে-

র. নলকূপ স্থাপন

রর. মাতৃমঙ্গল শিশুকল্যাণ কেন্দ্র

ররর. বিশুদ্ধ পানি সরবরাহ

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৮০. বাংলাদেশে ইউনিসেফের কার্যক্রম হলো-

র. শিক্ষা বিষয়ক

রর. বাসস্থান বিষয়ক

ররর. স্বাস্থ্য বিষয়ক

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : গ) র ও ররর

৮১. ইউনিসেফের উদ্দেশ্যের ক্ষেত্রে যেটি অধিক যৌক্তিক-

র. শিশুদের স্বাস্থ্যের উন্নতি বিধান

রর. পুষ্টিকর খাদ্য সরবরাহ

ররর. হাসপাতাল ও প্রসূতি সদন

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৮২. ইউনিসেফের শিশুকল্যাণ কার্যক্রমে কোন ধরনের সমাজকর্ম অনুশীলনের সুযোগ রয়েছে?

ক) ব্যক্তি সমাজকর্ম খ) দল সমাজকর্ম

গ) বিদ্যালয় সমাজকর্ম ঘ) সমষ্টি সমাজকর্ম

উত্তর : ক) ব্যক্তি সমাজকর্ম

৮৩. ইউনিসেফের কোন কার্যক্রমে দল সমাজকর্ম অনুশীলন করা যেতে পারে?

ক) শিশুকল্যাণ খ) নারীকল্যাণ

গ) যুবকল্যাণ ঘ) শ্রমকল্যাণ

উত্তর :খ) নারীকল্যাণ

৮৪. টঘউচ-এর পূর্ণরূপ কী?

ক) টহরঃবফ ঘধঃরড়হং উবাবষড়ঢ়সবহঃ চৎড়লবপঃ

খ) টহরঃবফ ঘধঃরড়হং উবাবষড়ঢ়সবহঃ চৎড়মৎধসসব

গ) টহরঃবফ ঘধঃরড়হং উরংপঁংংরড়হ চৎড়লবপঃ

ঘ) টহরঃবফ ঘধারমধঃরড়হং উবাবষড়ঢ়সবহঃ চৎড়মৎধসসব

উত্তর : খ) টহরঃবফ ঘধঃরড়হং উবাবষড়ঢ়সবহঃ চৎড়মৎধসসব

৮৫. টঘউচ-এর লক্ষ্য হচ্ছে-

ক) উন্নয়নশীল বিশ্ব খ) নিরক্ষরমুক্ত বিশ্ব

গ) রোগমুক্ত বিশ্ব ঘ) দারিদ্র্যমুক্ত বিশ্ব

উত্তর :ক) উন্নয়নশীল বিশ্ব

৮৬. ইউনিসেফের আয়ের উৎস বিশ্লেষণ করলে যেটি পরিলক্ষিত হয়-

র. সরকার প্রদত্ত চাঁদা রর. স্বেচ্ছাপ্রণোদিত ব্যক্তিগত দান ররর. বার্ষিক কর

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ক) র ও রর

অনুচ্ছেদটি পড়ে ৮৭ ও ৮৮নং প্রশ্নের উত্তর দাও :

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৪৬ সালের ১১ ডিসেম্বর একটি সংস্থার আত্মপ্রকাশ ঘটে। সংস্থাটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে সারা বিশ্বে শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছে। বর্তমানে ১৯১টি দেশে এর কার্যক্রম অব্যাহত রয়েছে।

৮৭. উদ্দীপকে কোন সংগঠনকে ইঙ্গিত করা হয়েছে?

ক) ইউএনডিপি খ) ইউনিসেফ

গ) জাতিসংঘ ঘ) রেড ক্রিসেন্ট

উত্তর :খ) ইউনিসেফ

৮৮. উক্ত সংগঠনটির কার্যক্রম হলো-

র. শিক্ষা কার্যক্রম

রর. নারী ক্ষমতায়ন

ররর. পুষ্টি বিষয়ক কার্যক্রম

নিচের কোনটি সঠিক?

ক) র ও রর খ) রর ও ররর

গ) র ও ররর ঘ) র, রর ও ররর

উত্তর : ঘ) র, রর ও ররর

৮৯. একটি জাতির ভবিষ্যৎ কারা?

ক) ছেলেরা খ) মেয়েরা

গ) প্রবীণরা ঘ) শিশুরা

উত্তর :ঘ) শিশুরা

৯০. ইউএনডিপির অন্যতম উদ্দেশ্য কী?

ক) শিশু ও নারী কল্যাণ খ) সাংস্কৃতিক উনয়ন

গ) ধর্মীয় উন্নয়ন ঘ) সামাজিক উন্নয়ন

উত্তর :ঘ) সামাজিক উন্নয়ন

৯১. বিশ্বের সর্ববৃহৎ উন্নয়নমূলক সংস্থা হিসেবে নিচের কোনটি অধিক উপযোগী?

ক) টঘউচ খ) অঝঅ

গ) ইজঅঈ ঘ) এৎধসববহ ইধহশ

উত্তর :ক) টঘউচ

৯২. টঘউচ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে কখন?

ক) ১৯৬২ সালে খ) ১৯৬৪ সালে

গ) ১৯৬৫ সালে ঘ) ১৯৬৬ সালে

উত্তর : ঘ) ১৯৬৬ সালে

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে