বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

শিক্ষা জগৎ ডেস্ক
  ১৯ মার্চ ২০২৩, ০০:০০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরান ঢাকার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ জন শিশু অংশগ্রহণ করে। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কেন্দ্রের আয়োজনে 'বঙ্গবন্ধু ও আগামীর শিশু' শীর্ষক শিশুদের এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ১৭ মার্চ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর মো. ইমদাদুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর কামালউদ্দীন আহমদ, প্রক্টর অধ্যাপক মোস্তফা কামাল, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে