বুধবার, ১৪ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ১৩ মে ২০২৫, ১৭:৫৬
কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস
কৃষকের উপস্থিতিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আলোচনা অনুষ্ঠান। ছবি: যায়যায়দিন

আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে কৃষিকে বাণিজ্যিকরণের লক্ষ্যে মঙ্গলবার ১৩ মে উপজেলা অডিটরিয়ামে শতাধিক কৃষকের উপস্থিতিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, প্রধান অতিথি ছিলেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামানিক, বিশেষ অতিথি ছিলেন টেবুনিয়া হর্টিকালচার উপপরিচালক লুৎফর রহমান, জেলা প্রশিক্ষক সাইদুল ইসলাম ও উপপরিচালক (শস্য) রোকনুজ্জামান।

1

কংগ্রেস শুরুর আগে উপজেলা কৃষি কর্মকর্তা সজিবা আল মারুফ শুভেচ্ছা বক্তব্যে বলেন, আটঘরিয়া প্রায় ১৫ কৃষক স্কুলের প্রতিনিধি এবং প্রায় শতাধিক কৃষককে নিয়ে এই কংগ্রেস উপজেলা ভিত্তিক প্রত্যেক ইউনিয়নের পার্টনারশিপ ফিল্ড স্কুল গড়ে সমবায় সমিতি গঠন করতে হবে।

তিনি আরও বলেন, এই সমিতির মাধ্যমে কৃষক সেবা কেন্দ্র গঠন করে রপ্তানি যোগ্য শাকসবজি উৎপাদন, উচ্চ ফলনশীল ধানের আবাদ, ডাল-তেল উৎপাদন, আধুনিক শেষ পদ্ধতির প্রচলন, কৃষকের স্মার্ট কার্ড প্রদান, নিরাপদ উন্নত জাতের বীজ প্রদান, কর্মজীবী মহিলাদের মূল্যায়ন, কৃষি পণ্যের বিকল্প দ্রব্য উৎপাদন ও ব্যবসা, তথ্য আদান-প্রদান এবং কৃষদেরকে সংগঠন গড়ে তুলতে হবে।

উল্লেখ্য কৃষি অধিদপ্তরের “প্রোগ্রাম অন এগরিকালচারাল এন্ড রুরাল ট্রান্স কম্বিনেশন ফর নিউট্রিশন এনটার প্রেরণ শিপ এন্ড বিলিনিয়েন ইন বাংলাদেশ (পার্টনার)” প্রোগ্রামের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

সমাবেশ অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মনোয়ারুল আলম, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল সাত্তার মিয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি আমিরুল ইসলাম, উত্তরচক পার্টনার স্কুলের সভাপতি আব্দুল হান্নান, মাজপাড়া ২৫ নারীর পুষ্টি সমিতির সভাপতি সানজিদা খাতুন, জুমাইখিরি পার্টনার স্কুলের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ।

এ সমাবেশের স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত কৃষি অফিসার আরিফুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে