শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জানার আছে অনেক কিছু

বিষয় : সাধারণ জ্ঞান
শিক্ষা জগৎ ডেস্ক
  ২০ মার্চ ২০২৩, ০০:০০
বাংলাদেশের দ্রম্নততম মানবী নাজমুন নাহার বিউটি

প্রশ্ন : বাংলাদেশের ঙওঈ-এর কততম সদস্য রাষ্ট্র?

উত্তর : বাংলাদেশের ঙওঈ-এর ৩২তম সদস্য রাষ্ট্র।

প্রশ্ন :বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি?

উত্তর : বাংলাদেশের সীমান্তবর্তী জেলা ৩২টি।

ভারতের সাথে ৩০টি, মিয়ানমারের সাথে ২টি ও রাঙামাটির সাথে উভয় দেশের সীমান্ত রয়েছে।

প্রশ্ন : বর্তমান বাংলাদেশের মাথাপিছু আয় কত?

উত্তর : বর্তমান বাংলাদেশের মাথাপিছু আয় ৫২০ মার্কিন ডলার বা ৩৫,৯০৪ টাকা।

প্রশ্ন : বাংলাদেশে কবে কোন সংস্থা পারমাণবিক বিদু্যৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয়?

উত্তর : বাংলাদেশকে ২৪ জুন ২০০৭ সালে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা পারমাণবিক বিদু্যৎ কেন্দ্র স্থাপনের অনুমতি দেয়।

প্রশ্ন : বাংলাদেশের কতটি থানাকে মডেল থানা হিসাবে ঘোষণা করা হয়েছে?

উত্তর : বাংলাদেশের ২৫টি থানাকে মেডেল থানা হিসাবে ঘোষণা করা হয়েছে?

প্রশ্ন : বাংলাদেশের প্রথম মডেল থানা হিসেবে কার্যক্রম চালু করে কোনটি?

উত্তর : বাংলাদেশের প্রথম মডেল থানা হিসেবে কার্যক্রম চালু হয় ময়মনসিংহের ভালুকায়।

প্রশ্ন : বাংলাদেশের দ্রম্নততম মানব ও মানবী কে?

উত্তর : বাংলাদেশের দ্রম্নততম মানব ও মানবী হলো :

মানব-সামসুদ্দিন ও মানবী-নাজমুন নাহার বিউটি।

প্রশ্ন :গণতন্ত্রের পথেয় অর্থনৈতিক সমৃদ্ধি গ্রন্থের লেখক কে?

উত্তর : গণতন্ত্রের পথেয় অর্থনৈতিক সমৃদ্ধি গ্রন্থের লেখক ডা :মোহাম্মদ ফরাসউদ্দিন।

প্রশ্ন :বাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও চ্যানেল কোনটি?

উত্তর :বাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও চ্যানেল রেডিও টুডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে