বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
বাংলাদেশ ও বিশ্বপরিচয়

অষ্টম শ্রেণির পড়াশোনা

সুধীরবরণ মাঝি, শিক্ষক, হাইমচর সরকারি মহাবিদ্যালয়, হাইমচর, চাঁদপুর
  ২০ মার্চ ২০২৩, ০০:০০

২০। কাজী নজরুল ইসলাম গানের ভুবনে বিশেষ স্থান অধিকার করেছেন-

র. আপন স্বাতন্ত্র্যে রর. নিজ বৈচিত্র্যে ররর. সৃষ্টিশীল মননে

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর ও ররর

(গ) র ও ররর (ঘ) র ও রর

উত্তর : (ঘ) র ও রর

২১। এলাচি, হামাম, সুসিজ হলো এক ধরনের-

(ক) খাবার (খ) সাহিত্যকর্ম

(গ) দৃশ্যশিল্প (ঘ) কাপড়

উত্তর : (ঘ) কাপড়

২২। অন্নদামঙ্গলের রচিয়তা কে?

(ক) ভরতচন্দ্র (খ) মুকুন্দরাম

(গ) বিজয়গুপ্ত (ঘ) চন্ডীদাস

উত্তর : (ক) ভরতচন্দ্র

২৩। হাসি ঈদ উৎসবের জন্য সুতার নকশা করা একটি জামা কিনল। জামাটি কোন শিল্পের অন্তর্ভুক্ত?

(ক) চারুশিল্প (খ) দৃশ্যশিল্প

(গ) রেশমশিল্প (ঘ) নকশা শিল্প

উত্তর :(খ) দৃশ্যশিল্প

২৪। প্রাচীন বাংলার সমাজের চিত্র ফুটে উঠেছে কোন রচনায়-

(ক) অন্নদামঙ্গলে (খ) মঙ্গলকাব্যে

(গ) ধর্মমঙ্গলে (ঘ) মনসামঙ্গলে

উত্তর :(ক) অন্নদামঙ্গলে

২৫। বাংলা ভাষা ও সাহিত্যের উন্নতির জন্য কোন প্রতিষ্ঠান কাজ করে?

(ক) নজরুল একাডেমি (খ) বাংলা একাডেমি

(গ) ছায়ানট (ঘ) শিল্পকলা একাডেমি

উত্তর : (খ) বাংলা একাডেমি

২৬। সবুজের বয়স ৭ বছর। তাকে শিল্পকলা ও সাহিত্যচর্চায় উৎসাহিত করার ও সুযোগ দেওয়ার জন্য আছে কোন প্রতিষ্ঠান?

(ক) বুলবুল ললিতকলা একাডেমি

(খ) বাংলাদেশ শিশু একাডেমি

(গ) শিশু সাহিত্য

(ঘ) সাহিত্য একাডেমি

উত্তর : (খ) বাংলাদেশ শিশু একাডেমি

২৭। আধুনিক বাংলা সাহিত্যের ভিত গড়েছেন-

(ক) রবীন্দ্রনাথ ঠাকুর (খ) মাইকেল মধুসূদন দত্ত

(গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর (ঘ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

উত্তর : (গ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

২৮। আমাদের জাতীয় সঙ্গীতের সুর কোন গানের সুর থেকে নেওয়া হয়েছে?

(ক) পালাগান (খ) বাউলগান

(গ) ভাটিয়ালিগান (ঘ) জারিগান

উত্তর : (খ) বাউলগান

২৯। 'পদ্মাবতী' কে রচনা করেন?

(ক) আলাওল (খ) ভরতচন্দ্র

(গ) রামচন্দ্র (ঘ) মুকুন্দরাম

উত্তর : (ক) আলাওল

৩০। আমাদের দেশে কখন বাংলা গদ্য সাহিত্যের সূচনা হয়েছিল?

(ক) ষোল শতকে (খ) সতেরো শতকে

(গ) আঠারো শতকে (ঘ) উনিশ শতকে

উত্তর : (ঘ) উনিশ শতকে

৩১। পুন্ড্রদেশের দুকুল শ্যামবর্ণ এবং মণির মতো মসৃণ একথা কে বলেছিলেন?

(ক) ইবনে বতুতা (খ) কৌটিল্য

(গ) সম্রাট আকবর (ঘ) চন্ডীদাস

উত্তর : (খ) কৌটিল্য

৩২। চন্ডীমঙ্গল কাব্য কার লেখা?

(ক) আলাওল (খ) মুকুন্দ দাস

(গ) কালিদাস (ঘ) মুকুন্দরাম

উত্তর : (ঘ) মুকুন্দরাম

৩৩। ধর্মমঙ্গল কে লিখেছেন?

(ক) ঘনরাম (খ) কালি প্রসন্ন ঘোষ

(গ) আলাওল (ঘ) রজনীকান্ত সেন

উত্তর : (ক) ঘনরাম

৩৪। পন্ডিত হরপ্রদাস শাস্ত্রী কোন রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন?

(ক) ভুটান রাজদরবার (খ) নেপাল রাজদরবার

(গ) মোঘল রাজদরবার (ঘ) ভারত রাজদরবার

উত্তর : (খ) নেপাল রাজদরবার

৩৫। সৃষ্টিশীল কিছু কিছু কাজে একটি জাতির চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভার পরিচয় পাওয়া যায়, তাকে বলে-

র. ঐতিহ্য রর. চারুকলা ররর. শিল্পকলা

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) রর

(গ) র ও রর (ঘ) র, রর ও ররর

উত্তর : (ঘ) র, রর ও ররর

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৬ এবং ৩৭নং প্রশ্নের উত্তর দাও :

পলস্নবী পৌষ মেলায় গিয়ে পোড়ামাটির বিভিন্ন ধরনের দ্রব্যাদি দেখল। তার বন্ধু সুপর্ণা বলল, তাদের গ্রামের একটি মন্দিরে পোড়ামাটির শিল্পকর্মে রামায়ণের কাহিনী উৎকীর্ণ আছে।

৩৬। সুপর্ণার গ্রামের মন্দিরের সাথে কোন মন্দিরের সাদৃশ্য রয়েছে?

(ক) কান্তজীউর মন্দির (খ) ঢাকেশ্বরী মন্দির

(গ) রমনা কালী মন্দির (ঘ) লোকনাথ মন্দির

উত্তর :(ক) কান্তজীউর মন্দির

৩৭। উক্ত মন্দির সম্পর্কে সঠিক তথ্য হলো-

র. দিনাজপুর জেলায় অবস্থিত

রর. রংপুর বিভাগে অবস্থিত

ররর. নওগাঁ জেলায় অবস্থিত

নিচের কোনটি সঠিক?

(ক) র ও রর (খ) রর

(গ) র ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর : (ক) র ও রর

৩৮। কোন সমাজে পুঁথি সাহিত্যের কদর ছিল?

(ক) হিন্দু (খ) মুসলমান

(গ) বৌদ্ধ (ঘ) খ্রিষ্টান

উত্তর : (খ) মুসলমান

৩৯। আলাওলের কোন রচনাটি বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষভাবে আলোচিত?

(ক) পদ্মাবতী (খ) মনসাকাব্য

(গ) ইউসুফ-জুলেখা (ঘ) ধর্মমঙ্গল।

উত্তর : (ক) পদ্মাবতী

৪০। মঙ্গলকাব্য কাহিনীর বিষয়বস্তু হলো-

র. রোমান্টিক আখ্যান

রর. দেশীয় দেব-দেবীর কাহিনী

ররর. বাংলার সমাজচিত্র

নিচের কোনটি সঠিক?

(ক) র (খ) র ও রর

(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর

উত্তর : (গ) রর ও ররর

৪১। ভারতের কোন অঞ্চলের সংস্পর্শে এসে হিন্দুস্তানি উচ্চাঙ্গ সঙ্গীতের সাথে বাঙালি সঙ্গীত সাধকদের পরিচয় ঘটে?

(ক) পশ্চিম (খ) পূর্ব

(গ) দক্ষিণ (ঘ) উত্তর

উত্তর : (ঘ) উত্তর

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে