বহিপীর
৪৪. সূর্যাস্ত আইন কত সালে প্রণীত হয়?
ক. ১৯৭৩ খ্রিষ্টাব্দে খ. ১৭৯৩ খ্রিষ্টাব্দে
গ. ১৮২৩ খ্রিষ্টাব্দে ঘ. ১৮৪৩ খ্রিষ্টাব্দে
উত্তর : খ. ১৭৯৩ খ্রিষ্টাব্দে
৪৫. 'বহিপীর' নাটকের দৃশ্যপটটি কোন বছরের কোন সময়ের?
ক. গ্রীষ্ম খ. বর্ষা
গ. হেমন্ত ঘ. বসন্ত
উত্তর : গ. হেমন্ত
৪৬. 'বহিপীর' নাটকে কোন গানের ক্ষীণ রেশ শোনা যাওয়ার কথা উলেস্নখ করা হয়েছে?
ক. মারুতি গান খ. ভাটিয়ালি গান
গ. জারি গান ঘ. সারি গান
উত্তর : খ. ভাটিয়ালি গান
৪৭. হাতেম আলির বয়স কেমন?
ক. চলিস্নশের মতো খ. পঞ্চাশের মতো
গ. ষাটের মতো ঘ. সত্তরের মতো
উত্তর : খ. পঞ্চাশের মতো
৪৮. 'বহিপীর' নাটকে সামান্যতে রেগে ওঠা কার অভ্যাস?
ক. খোদেজার খ. হাতেম আলির
গ. হাশেম আলির ঘ. বহিপীরের
উত্তর : গ. হাশেম আলির
৪৯. 'বহিপীর' নাটকের প্রথম সংলাপটি কার?
ক. হাশেম আলির খ. বহিপীরের
গ. তাহেরার ঘ. হাতেম আলির
উত্তর : ক. হাশেম আলির
৫০. 'বহিপীর' নাটকের দৃশ্যে কয় কামরাবিশিষ্ট বজরার উলেস্নখ রয়েছে?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
উত্তর : ক. দুই
৫১. 'বহিপীর' নাটকে কখন ঝড় হওয়ার কথা উলেস্নখ রয়েছে?
ক. ভোরবেলায় খ. সন্ধ্যাবেলায়
গ. মধ্য রাতে ঘ. শেষ রাতে
উত্তর :ঘ. শেষ রাতে
৫২. কার বয়স বেশি হলেও শরীর মজবুত?
ক. তাহেরা খ. খোদেজা
গ. হাশেম ঘ. বহিপীর
উত্তর : ঘ. বহিপীর
৫৩. কোথা থেকে তাহেরাকে বজরায় তুলে নেন জমিদার গিন্নি?
ক. সদরঘাট থেকে খ. ডেমরা ঘাট থেকে
গ. কদমতলা ঘাট থেকে ঘ. সোয়ারি ঘাট থেকে
উত্তর : খ. ডেমরা ঘাট থেকে
৫৪. একটি মুসলমান মেয়ে বিপদে পড়েছে- খোদেজা এ খবর পেয়েছিলেন কার কাছ থেকে?
ক. হাশেম আলির কাছ থেকে
খ. পুলিশের কাছ থেকে
গ. হকিকুলস্নাহর কাছ থেকে
ঘ. চাকরের কাছ থেকে
উত্তর : ঘ. চাকরের কাছ থেকে
৫৫. রাস্তাঘাটে চলাচল করার সময় প্রায়ই নারীরা পুরুষদের লাঞ্ছনার শিকার হয়। 'বহিপীর' নাটকের কোন উক্তিতে এই বাস্তবতার ইঙ্গিত আছে?
ক. এমন মেয়ে কারও পেটে জন্মায়, জানতাম না
খ. বদলোকেরা তোমাকে গিলে খাচ্ছে
গ. না মেয়েটির চিন্তাভাবনা নাই
ঘ. সাবাস মেয়ে তুমি
উত্তর : খ. বদলোকেরা তোমাকে গিলে খাচ্ছে
৫৬. তাহেরা পালানোর সময় তার সাথে কে ছিল?
ক. ফুপাতো ভাই খ. চাচাতো ভাই
গ. মামাতো ভাই ঘ. খালাতো ভাই
উত্তর : খ. চাচাতো ভাই
৫৭. 'সাবাস মেয়ে তুমি। এমন মেয়েও কারও পেটে জন্মায়, জানতাম না'- উক্তিটিতে কী প্রকাশ পেয়েছে?
ক. বিস্ময় খ. ভর্ৎসনা
গ. প্রশংসা ঘ. কটাক্ষ
উত্তর : ঘ. কটাক্ষ
৫৮. খোদেজার কাছে বিয়ে হলো কিসের কথা?
ক. গুনাহের খ. তকদিরের
গ. রহমতের ঘ. ইমানের
উত্তর : খ. তকদিরের
৫৯. 'খালি কচুরিপানা, কেবল কচুরিপানা ভেসে যায়'- উক্তিটিতে তাহেরার কেমন মনোভাব প্রকাশ পেয়েছে?
ক. হতাশা খ. উচ্ছ্বাস
গ. বিরক্তি ঘ. অস্থিরতা
উত্তর : ক. হতাশা
৬০. 'বহিপীর' নাটকে বহিপীরের মুরিদ কে?
ক. তাহেরা ও তার সৎমা
খ. তাহেরা ও তার বাবা
গ. তাহেরার বাবা ও সৎমা
ঘ. তাহেরা, তার বাবা ও সৎমা
উত্তর : গ. তাহেরার বাবা ও সৎমা
৬১. 'বহিপীর' নাটকে 'বকরি-ঈদ' বলতে কী বোঝানো হয়েছে?
ক. রোজার ঈদ খ. কোরবানির ঈদ
গ. অত্যন্ত আনন্দের দিন ঘ. অত্যন্ত দুঃখের দিন
উত্তর : খ. কোরবানির ঈদ
৬২. জমিদারের বজরায় আশ্রয় নেওয়া পীর কখন চালে যাবেন?
ক. সকালের নাশতার পর
খ. দুপুরের খাওয়ার পর
গ. সন্ধ্যায় নাশতার পর
ঘ. রাতের খাওয়ার পর
উত্তর : খ. দুপুরের খাওয়ার পর
৬৩. পীরসাহেব আর তার বিবির মিলন ঘটলে খোদেজা কী পাবে বলে মনে করে?
ক. অর্থ খ. সম্পত্তি
গ. সওয়াব ঘ. অলৌকিক ক্ষমতা
উত্তর : গ. সওয়াব
৬৪. 'না না, অমন কথা বলবেন না'- কেমন কথা?
ক. বহিপীরের সাথে যাওয়ার কথা
খ. আত্মহত্যা করার কথা
গ. জমিদারি হারানোর কথা
ঘ. অর্থ ফিরিয়ে দেওয়ার কথা
উত্তর : ক. বহিপীরের সাথে যাওয়ার কথা
৬৫. তাহেরা কাকে দেখে হঠাৎ স্তব্ধ হয়ে যায়?
ক. হকিকুলস্নাহকে খ. হাশেম আলিকে
গ. সৎমাকে ঘ. বহিপীরকে
উত্তর : ঘ. বহিপীরকে
৬৬. হাশেম পড়াশোনা শেষ করে কী দিতে চায়?
ক. রাইস মিল খ. ছাপাখানা
গ. বইয়ের দোকান ঘ. পোশাক কারখানা
উত্তর : খ. ছাপাখানা
৬৭. 'শরীরটা আমার ভালো নাই'- কার?
ক. বহিপীরের খ. হাতেম আলির
গ. খোদেজার ঘ. হকিকুলস্নাহর
উত্তর : খ. হাতেম আলির
হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়