ইতালির রোম শহরে পেট্রোল পাম্পে কর্মরত অবস্থায় ডাকাতদের হামলায় নাহিদ মিয়া (৩৫) নামের এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২৭ মে) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। সূত্রঃ স্থানীয় সংবাদ মাধ্যম ইল মেচাজ্জো
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, কয়েকজন মুখোশধারী ডাকাত দুপুর ১২:০০ টার দিকে ভায়া ডেলে পিনেটের টর সান লরেঞ্জো এলাকায় পেট্রোল পাম্পে ঢুকে টাকা-পয়সা লুটের চেষ্টা করে।
এ সময় নাহিদ মিয়া বাধা দিলে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় নাহিদ মিয়াকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোম পুলিশ জানিয়েছে, ঘটনার পরপরই তদন্ত শুরু হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ডাকাতদের শনাক্ত করার চেষ্টা চলছে। ইতিমধ্যে কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
নাহিদ ইসলাম বিবাহিত এবং পরিবার নিয়ে ইতালিতে বসবাস করেন। তার দুটি সন্তান রয়েছে, ছেলের বয়স ৫ বছর এবং মেয়ের বয়স ৭ মাস এছাড়াও নিহতের দুই ভাইও থাকেন ইতালিতে।
নাহিদ মিয়া রোমে বছরের পর বছর ধরে কাজ করেছেন, প্রথমে মন্টেসাক্রোর কাছে ভায়া ডি কনকা ডি'ওরো এলাকায় ওয়েটার হিসেবে কাজ করেছেন পরে ২০২১ সালে তিনি তার স্ত্রীর সাথে টর সান লরেঞ্জো এলাকার আরদিয়ায় চলে আসেন এবং এখানে চার বছর ধরে আরদিয়ার টয়েল পেট্রোল পাম্পে কাজ করেন।
তার বাড়ি টাঙ্গাইল জেলার ভূয়াপুর পৌরসভার বেতুয়া গ্রামে, তার মৃত্যুতে রোমে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।