সেনাবাহিনীর ৪৬ ইন্ডিপেন্ডেন্ট ইনফেন্ট্রি ব্রিগেডের একটি ইউনিটের নেতৃত্বে কুষ্টিয়া ও রাজধানীর হাতিরঝিলে পরিচালিত সফল বিশেষ অভিযানে ধরা পড়েছে দুই শীর্ষ সন্ত্রাসী ও তাদের দুই সহযোগী।
মঙ্গলবার (২৭ মে) ভোর ৫টা থেকে শুরু হওয়া এ সার্বিক অভিযানে গ্রেফতার করা হয় সুব্রত বাইন ওরফে ফতেহ আলী, আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, এবং তাদের সহযোগী শুটার আরাফাত ও শরীফকে।
সেনাবাহিনীর এক সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পাঁচটি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গুলি ও একটি স্যাটেলাইট ফোন উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত সন্ত্রাসীরা দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি ও নাশকতার সঙ্গে জড়িত ছিল। এদের মধ্যে সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকাভুক্ত এবং ভয়ঙ্কর ‘সেভেন স্টার’ চক্রের মূল পরিকল্পনাকারী।
অপারেশনে সমন্বয় ও সহায়তা করেছে সেনাসদর সামরিক অপারেশন পরিদপ্তর, ৫৫ পদাতিক ডিভিশন, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড, ৭১ মেকানাইজড ব্রিগেড ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
সংবাদ সম্মেলনে সেনাবাহিনী পক্ষ থেকে জনগণকে অনুরোধ জানানো হয়, সন্দেহজনক কোনো কার্যক্রম বা সন্ত্রাসবাদের তথ্য পেলে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে।
সেনাবাহিনী প্রধানের নির্দেশনার আলোকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।