শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

জানার আছে অনেক কিছু

বিষয় : সাহিত্য
শিক্ষা জগৎ ডেস্ক
  ০৭ জুলাই ২০২৩, ০০:০০
জানার আছে অনেক কিছু
বেগম সুফিয়া কামাল

প্রশ্ন :বেগম সুফিয়া কামালের প্রথম গল্প 'কেয়ার কাটা' কত সালে প্রকাশিত হয়?

উত্তর :১৯৩৭ সালে

প্রশ্ন :মোহাম্মদ নজিবর রহমানের প্রথম উপন্যাস 'আনোয়ারা' কত সালে প্রকাশিত হয়?

উত্তর :১৯১৪ সালে

প্রশ্ন :সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর প্রথম কাব্য 'অনল প্রবাহ' কত সালে প্রকাশিত হয়?

উত্তর :১৯০০ সাল

প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের প্রথম ইংরেজি রচনা 'ক্যাপটিভ লেডি' কত সালে প্রকাশিত হয়?

উত্তর :১৮৪৯ সালে

প্রশ্ন :মাইকেল মধুসূদন দত্তের প্রথম নাটক 'শর্মিষ্ঠা' কত সালে প্রকাশিত হয়?

উত্তর :১৮৫৯ সালে

প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের প্রথম কাব্য 'তিলোত্তমা' সম্ভব কত সালে প্রকাশিত হয়?

উত্তর :১৮৬০ সালে

প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের প্রথম মহাকাব্য 'মেঘনাদ বধ' কত সালে প্রকাশিত হয়?

উত্তর :১৮৬১ সালে

প্রশ্ন :বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস ইংরেজি 'রাজমোহন'স ওয়াইফ' কত সালে প্রকাশিত হয়?

উত্তর :১৮৬২ সালে

প্রশ্ন :বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস বাংলা 'দুর্গেশনন্দিনী' কত সালে প্রকাশিত হয়?

উত্তর :১৮৬৫ সালে

প্রশ্ন :দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম নাটক কোনটি?

উত্তর :তারাবাঈ

প্রশ্ন :মীর মশাররফ হোসেনের প্রথম নাটক 'বসন্তকুমারী' কত সালে প্রকাশিত হয়?

উত্তর : ১৮৭৩ সালে

প্রশ্ন : মীর মশাররফ হোসেনের প্রথম উপন্যাস 'রত্নাবতী' কত সালে প্রকাশিত হয়?

উত্তর : ১৮৬৯ সালে

প্রশ্ন :দীনবন্ধু মিত্রের প্রথম নাটক 'নীল দর্পণ' কত সালে প্রকাশিত হয়?

উত্তর : ১৮৬০ সালে

প্রশ্ন : রামনারায়ণ তর্করত্নের প্রথম নাটক 'কুলীনকুল সর্বস্ব' কত সালে প্রকাশিত হয়?

উত্তর : ১৮৫৪ সালে

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে