দ্বিতীয় অধ্যায়
৩৯. চিকিৎসা সমাজকর্মের আবির্ভাবে কোন ব্যক্তির অবদান সবচেয়ে বেশি?
ক) মেরি রিচমন্ড খ) ডা. চার্লস ইমার্সন
গ) লিলিয়ান ওয়াল্ড ঘ) ডা. রিচার্ড সি ক্যাবট
উত্তর :ক) মেরি রিচমন্ড
৪০. কত সালে 'ঝড়পরধষ উরধমহড়ংরং' গ্রন্থটি প্রকাশিত হয়?
ক) ১৯১৫ সালে খ) ১৯১৬ সালে
গ) ১৯১৭ সালে ঘ) ১৯১৮ সালে
উত্তর :গ) ১৯১৭ সালে
শ্রমিক/কর্মী
?
মালিক ব্যবস্থাপনা
৪১. "?" চিহ্নিত স্থানে নিচের কোনটি বসবে?
ক) পেশাগত সমাজকর্মী গ) ১৯১৭ সালে
গ) গভর্নিং বডি ঘ) ট্রেড ইউনিয়ন লিডার
উত্তর :গ) ১৯১৭ সালে
৪২. শিল্প সংগঠনে সংশ্লিষ্ট সমাজকর্মীর ভূমিকা কী রূপ?
ক) শ্রমিক অসন্তোষ হ্রাস খ) উৎপাদন ক্ষমতা বৃদ্ধি
গ) কর্মী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ ঘ) সাংগঠনিক দ্বন্দ্ব নিরসন
উত্তর :ক) শ্রমিক অসন্তোষ হ্রাস
উদ্দীপকের টেবিলটি পড়ে এবং ৪৩ ও ৪৪নং প্রশ্নের উত্তর দাও।
'ক'
'খ'
র. শিক্ষার্থীদের স্কুল পরিবেশে সামঞ্জস্য বিধানে সহায়তা করে, শিক্ষার লক্ষ্য অর্জনে ভূমিকা রাখে।
র. বৈজ্ঞানিক জ্ঞান ও মানবিক সম্পর্ক বিষয়ক পেশা।
রর. শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করে।
রর. সমস্যাগ্রস্ত মানুষের সমস্যা মোকাবিলা করে।
৪৩. উদ্দীপকে 'ক'-এর সাথে নিচের কোনটির মিল রয়েছে?
ক) শিল্প সমাজকর্মের খ) বিদ্যালয় সমাজকর্মের
গ) চিকিৎসা সমাজকর্মের ঘ) সাইকিয়াট্রিক সমাজকর্মের
উত্তর :খ) বিদ্যালয় সমাজকর্মের
৪৪. উদ্দীপক টেবিলের 'ক' এবং 'খ' দ্বারা দেখানো হয়েছে-
র. মানবিক সমস্যা সমাধানের সাথে বিদ্যালয়ের সম্পর্ক
রর. মানবিক সমস্যা সমাধানের বিদ্যালয় সমাজকর্মের সম্পর্ক
ররর. সমাজকর্মের সাথে বিদ্যালয় সমাজকর্মের সম্পর্ক
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) র ও ররর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর :গ) রর ও ররর
৪৫. চিকিৎসা সমাজকর্মের ধারণার ভিত্তি স্থাপিত হয়-
ক) গ্রেট ব্রিটেন খ) ভারতে
গ) জার্মানিতে ঘ) আমেরিকায়
উত্তর : ক) গ্রেট ব্রিটেন
৪৬. চিকিৎসা সমাজকর্মের ধারণা-
র. সাম্প্রতিককালের রর. প্রাচীনকালের ররর. প্রাগৈতিহাসিককালের
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) ররর ঘ) র, রর ও ররর
উত্তর :ক) র
৪৭. চিকিৎসা সমাজকর্মের সূত্রপাত হয় কত সালে?
ক) ১৮৮০ সালে খ) ১৯০৫ সালে
গ) ১৯১৭ সালে ঘ) ১৯৮৪ সালে
উত্তর :ক) ১৮৮০ সালে
৪৮. সর্বপ্রথম চিকিৎসা সমাজকর্মের প্রয়োগ শুরু হয়-
ক) চক্ষু হাসপাতালে খ) হৃদরোগ হাসপাতালে
গ) শিশু হাসপাতালে ঘ) মানসিক হাসপাতালে
উত্তর :ঘ) মানসিক হাসপাতালে
৪৯. আমেরিকায় চিকিৎসা সমাজকর্মের যাত্রা শুরু হয় কত সালে?
ক) ১৮৯৩ সালে খ) ১৯০৫ সালে
গ) ১৯১৭ সালে ঘ) ১৮৮০ সালে
উত্তর :ক) ১৮৯৩ সালে
৫০. বাংলাদেশে চিকিৎসা সমাজকর্মের পরীক্ষামূলক যাত্রা শুরু হয় কত সালে?
ক) ১৯৫৪ সালে খ) ১৯০৫ সালে
গ) ১৯১৭ সালে ঘ) ১৯১৮ সালে
উত্তর :ক) ১৯৫৪ সালে
৫১. সমাজকল্যাণ পরিদপ্তর গঠিত হয় কত সালে?
ক) ১৯৫০ সালে খ) ১৯৫৫ সালে
গ) ১৯৬০ সালে ঘ) ১৯৬১ সালে
উত্তর :ঘ) ১৯৬১ সালে
৫২. এনাম কমিটির সুপারিশে চিকিৎসা সমাজকর্মের নামকরণ হাসপাতাল সমাজসেবা করা হয় কত সালে?
ক) ১৯৫৫ সালে খ) ১৯৭৫ সালে
গ) ১৯৮০ সালে ঘ) ১৯৮৪ সালে
উত্তর :ঘ) ১৯৮৪ সালে
৫৩. সমাজকর্মের সবচেয়ে অনুশীলন ধর্মী প্রায়োগিক শাখা কোনটি?
ক) ক্লিনিক্যাল সমাজকর্ম খ) হাসপাতাল সমাজকর্ম
গ) শিল্প সমাজকর্ম ঘ) প্রবীণকল্যাণ সমাজকর্ম
উত্তর :ক) ক্লিনিক্যাল সমাজকর্ম
৫৪. ঘঅঝড কত সালে ক্লিনিক্যাল সমাজকর্ম ধারণাটি প্রবর্তন করেন?
ক) ১৮৮০ সালে খ) ১৯০৫ সালে
গ) ১৯৫৫ সালে ঘ) ১৯৮৪ সালে
উত্তর :ঘ) ১৯৮৪ সালে
৫৫. সমাজকর্মের কোন পদ্ধতির উপর ভিত্তি করে চিকিৎসা সমাজকর্ম কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে থাকে?
ক) ব্যক্তি সমাজকর্ম খ) দল সমাজকর্ম
গ) সমষ্টি সমাজকর্ম ঘ) সামাজিক গবেষণা
উত্তর :ক) ব্যক্তি সমাজকর্ম
৫৬. চিকিৎসা সমাজকর্মের সম্প্রসারণ এবং বিকাশের দ্বিতীয় পর্যায় ও ক্ষেত্র তৈরি হয়-
ক) চীনে খ) যুক্তরাজ্যে
গ) যুক্তরাষ্ট্রে ঘ) জাপানে
উত্তর :গ) যুক্তরাষ্ট্রে
\হপরবর্তী অংশ আগামী সংখ্যায়