অধ্যায় ২ :অর্থায়নের উৎস
প্রশ্ন:তহবিল সংগ্রহ এবং এর ব্যবস্থাপনা ও বণ্টনকে কী বলে?
উত্তর: অর্থায়ন।
প্রশ্ন:স্থায়ী মূলধন সংগ্রহের জন্য কী করা উচিত?
উত্তর:শেয়ার বিক্রি করা।
প্রশ্ন: অর্থায়ন ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কোনটি?
উত্তর: অর্থায়নের উৎস নির্বাচন।
প্রশ্ন: তহবিল বিনিয়োগের মূল উদ্দেশ্য কী?
উত্তর: মুনাফা অর্জন।
প্রশ্ন: কোনো প্রতিষ্ঠানের মোট ব্যয়ের চেয়ে মোট আয়ের পরিমাণ বেশি হলে কী ঘটে?
উত্তর: মোট মুনাফা।
প্রশ্ন: মোট মুনাফা থেকে তহবিলের উৎস বাবদ খরচ ও কর বাদ দিলে কী পাওয়া যায়?
উত্তর: নিট মুনাফা।
প্রশ্ন: মুনাফার পরিমাণ সর্বোচ্চকরণে তহবিল উৎসের খরচ কেমন হওয়া অত্যাবশ্যক?
উত্তর: নূ্যনতম।
প্রশ্ন: ব্যবসা প্রতিষ্ঠানে তহবিলের ক'টি ভিন্ন উৎস থাকে?
উত্তর: ২টি। একটি মালিকপক্ষ, একটি ঋণদাতা।
প্রশ্ন: তহবিলের উৎসকে ভাগ করা যায় কয় ভাগে?
উত্তর: ২ ভাগে। একটি অভ্যন্তরীণ আরেকটি বহিস্থ।
প্রশ্ন: অভ্যন্তরীণ তহবিলের উৎস কত প্রকার?
উত্তর: ২ প্রকার।
প্রশ্ন: শেয়ার কোন ধরনের তহবিলের উৎস?
উত্তর: মালিকানাভিত্তিক অভ্যন্তরীণ উৎস।
প্রশ্ন: অবণ্টিত মুনাফা এবং লভ্যাংশ সমতাকরণ তহবিল কোন ধরনের তহবিলের উৎস?
উত্তর: মুনাফাভিত্তিক অভ্যন্তরীণ উৎস।
প্রশ্ন: বহিস্থ তহবিলের মেয়াদকাল অনুযায়ী শ্রেণিবিভাগ করা হয় কীভাবে?
উত্তর: স্বল্পমেয়াদি উৎস- ১ বছরের কম সময়কাল।
মধ্যমেয়াদি উৎস- ১ বছর থেকে ৫ বছর সময়কাল।
দীর্ঘমেয়াদি উৎস- ৫ বছরের বেশি সময়কাল।
প্রশ্ন: প্রদেয় বিল কোন ধরনের তহবিলের উৎস?
উত্তর: প্রাতিষ্ঠানিক স্বল্পমেয়াদি উৎস।
প্রশ্ন: বাণিজ্যিকপত্র কোন ধরনের তহবিলের উৎস?
উত্তর: অপ্রাতিষ্ঠানিক স্বল্পমেয়াদি উৎস।
প্রশ্ন: বাণিজ্যিকপত্রের জামানত কোনটি?
উত্তর: সুনাম।
প্রশ্ন: বাণিজ্যিকপত্র কোন ধরনের তহবিলের উৎস?
উত্তর: অপ্রাতিষ্ঠানিক স্বল্পমেয়াদি উৎস।
প্রশ্ন: প্রাইভেট লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত?
উত্তর: সর্বনিম্ন্ন ২ জন, সর্বোচ্চ ৫০ জন।
প্রশ্ন: পাবলিক লিমিটেড কোম্পানির সদস্য সংখ্যা কত?
উত্তর: সর্বনিম্ন্ন ৭ জন, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ।
প্রশ্ন: পাবলিক লিমিটেড কোম্পানির মূলধনের গুরুত্বপূর্ণ উৎস কোনটি?
উত্তর: শেয়ার বিক্রয়।
প্রশ্ন: লভ্যাংশ প্রদানের সঙ্গে কোম্পানির কোনটি জড়িত?
উত্তর: সুনাম।
প্রশ্ন: তহবিল সংগ্রহের জনপ্রিয় উৎস কোনটি?
উত্তর: বাহ্যিক উৎস।
প্রশ্ন: অর্থ আদান-প্রদানের প্রক্রিয়াটি সবচেয়ে দ্রম্নততম ও সরল প্রক্রিয়া কোনটি?
উত্তর: স্বল্পমেয়াদি অর্থায়ন।
প্রশ্ন: বহিস্থ তহবিলের সুদ প্রদান করা কী?
উত্তর: বাধ্যতামূলক।
প্রশ্ন: প্রাপ্য বিল বাট্টা করা হয় কোনটির মাধ্যমে?
উত্তর: ব্যাংকের মাধ্যমে।
প্রশ্ন: স্বল্পমেয়াদি অর্থায়নের প্রধান উৎস কোনটি?
উত্তর: জামানতবিহীন ব্যাংক ঋণ।
প্রশ্ন: কোনটির মাধ্যমে অর্থায়নের কারণে মজুত মাল বিক্রয় করা যায় না?
উত্তর: মজুত মাল বন্ধকীকরণ।
প্রশ্ন: শেয়ার লভ্যাংশ করযোগ্য হলেও ঋণের সুদ-
উত্তর: করযোগ্য নয়।
প্রশ্ন: বড় অংকের ঋণের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে কী বলে?
উত্তর: ঋণপত্র।
প্রশ্ন: অর্থায়নের অভিনব পদ্ধতি কোনটি?
উত্তর: লিজিং।
প্রশ্ন: লিজকৃত সম্পত্তির মেরামত ও রক্ষণাবেক্ষণ করে থাকে কোন পক্ষ?
উত্তর: লিজিং কোম্পানি।
প্রশ্ন: আন্তজার্তিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৪৫ সালে।
প্রশ্ন: আন্তজার্তিক মুদ্রা তহবিলের সদর দপ্তর কোথায়?
উত্তর: ওয়াশিংটন ডিসি।
প্রশ্ন: আন্তজার্তিক মুদ্রা তহবিলের সদস্য সংখ্যা কত?
উত্তর: ১৮৯টি। সর্বশেষ সদস্য (নাউরু)