বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ২২ অগ্রহায়ণ ১৪৩০
walton

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৩, ০০:০০

প্রশ্ন :ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড টেস্ট সিরিজ জয়ী দলকে কি ট্রফি দেওয়া হয়?

উত্তর :উইজডেন ট্রফি।

প্রশ্ন :একটি টেস্টে শতরানসহ দশটি উইকেট পেয়েছেন কোন ক্রিকেটার?

উত্তর :এলান ডেডিসন (অস্ট্রেলিয়া) ১৯৬০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

প্রশ্ন :টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম রানের ইনিংস কোনটি?

উত্তর :ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ড ২৬ রান (১৯৫৪-৫৫)।

প্রশ্ন :বিশ্ব ক্রিকেটে কোন ক্রিকেটার একটি টেস্টে একটানা সবচেয়ে বেশি ওভার মেডেন পান?

উত্তর :বাপু নাদকার্নি (ভারত) ইংল্যান্ডের বিরুদ্ধে টানা ২১.৫ ওভার (১৩১টি) বল মেডেন হয়।

প্রশ্ন :কোন ওঈঈ'র ক্রিকেট আম্পায়ার ঋওঋঅ অনুমোদিত রেফারি?

উত্তর :স্টিভ বাকনার।

প্রশ্ন :প্রথম বার ইংল্যান্ডকে হারিয়ে ভারত রাবার জেতে কার নেতৃত্বে?

উত্তর :নরি কন্ট্রাক্টর (১৯৬১-৬২)

প্রশ্ন :ভারতের মাটিতে রনজি ট্রফি খেলা কবে থেকে শুরু হয়?

উত্তর :১৯৩৪-৩৫।

প্রশ্ন :প্রথম বছর কারা এই ট্রফি জয়লাভ করে?

উত্তর :বোম্বাই, রানার্স হয় নর্দান ইন্ডিয়া।

প্রশ্ন :রনজি ট্রফিটি কে ডোনেট করে?

উত্তর :মহারাজা অব পাতিয়ালা।

প্রশ্ন :রনজি ম্যাচে প্রথম খেলতে নেমে কে উভয় ইনিংসে সেঞ্চুরী করে?

উত্তর :নরী কন্ট্রাকটার (১৯৫২ সালে) গুজরাটের হয়ে বরোদার বিরুদ্ধে ১৫০ ও ১০২।

প্রশ্ন :কোন ইংরেজ ক্রিকেটার রনজি ট্রফিতে খেলেছেন?

উত্তর :ডেনিস ক্রমটন।

প্রশ্ন :ভারতীয় কোন ক্রিকেটার আবির্ভাব টেস্টে প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে শতরান করেন?

উত্তর :গুন্ডাপা বিশ্বনাথ।

প্রশ্ন :টেস্ট ক্রিকেটে ভারতের হয়ে প্রথম রানটি কে করেন?

উত্তর :জি, ডি, নাভেল।

প্রশ্ন : প্রথম ক্রিকেটের বই কোন ভাষায় লেখা হয়?

উত্তর :লাতিন।

প্রশ্ন :ফাদার অব পেশাদার ক্রিকেট কাকে বলা হয়?

উত্তর :টমাস ওয়েমার্ক (সাক্সেস)।

প্রশ্ন :ভারতীয় কোন ক্রিকেটার টেস্টে সর্বপ্রথম ৩০০ রান করেন?

উত্তর : বীরেন্দ্র সেহবাগ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
shwapno

উপরে