প্রশ্ন: ভারতের কোন হকি খেলোয়াড় চারবার অলিম্পিকে খেলেছেন? উত্তর:লেসলি ক্লেডিয়াস। (১৯৪৮, ১৯৫২, ১৯৫৬ এবং ১৯৬০)। প্রশ্ন:এশিয়ান গেমসে হকিতে ভারত কবে সোনা পায়? উত্তর:১৯৬৬ ব্যাংকক এশিয়াডে। প্রশ্ন:এশিয়ান গেমসের ফাইনালে ভারত কাকে হারায়? উত্তর:পাকিস্তানকে ১-০ গোলে। ভারতের বলবীর সিং গোল দেন। প্রশ্ন: ইস্টবেঙ্গল হকি দল কবে বেটন কাপ পায়? উত্তর: ১৯৫৭ সালে। প্রশ্ন:মোহনবাগান হকি দল কবে বেটন কাপ পায়? উত্তর:১৯৫২ সালে। প্রশ্ন:প্রথম বিশ্বকাপের শুভ উদ্বোধনে অংশ নেওয়া দু'টি দল কারা? উত্তর: ১৯৩০ সালের ১৩ জুলাই ফ্রান্স ও মেস্কিকো। প্রশ্ন: বিশ্বকাপ আসরে প্রথম কিক অফ করে কোন দল? উত্তর: ফ্রান্স। প্রশ্ন: বিশ্বকাপ ফুটবলে প্রথম গোল কার? উত্তর: লুই লরেন্ট (ফ্রান্স)। প্রশ্ন:বিশ্বকাপ আসরে প্রথম কে পেনাল্টি অপচয় করেন? উত্তর:ব্রাজিলের রাইট ই ডিব্রিটো, স্পেনের বিরুদ্ধে। প্রশ্ন:ভারতের মাটিতে প্রথম ফুটবল খেলা কবে হয়? উত্তর:১৮০১ সালে মুম্বাইতে। প্রশ্ন:কলকাতায় প্রথম ফুটবল খেলা কবে হয়? উত্তর:১৮৫৪ সালে। প্রশ্ন:বিশ্বের কোন ফুটবলার যিনি স্যার উপাধি পান প্রথম? উত্তর:স্যার স্ট্যানলী ম্যাথিউস। প্রশ্ন:বিশ্ব ফুটবলে সর্বকালের সেরা গোলকিপার কে? উত্তর:লেভ ইয়াসিন (রাশিয়া)। প্রশ্ন: কলকাতার ফুটবল লীগ কবে শুরু হয়? উত্তর:১৮৯৮ সালে। প্রশ্ন:কলকাতা ফুটবল লীগে প্রথম কোন দু'টি দল অংশ নেয়? উত্তর:সিভিলিয়ানস অব ক্যালকাটা ও জেন্টেলম্যান অব ব্যারাকপুর। প্রশ্ন:প্রথম কলেজের ছাত্রদের নিয়ে গড়ে ওঠা ফুটবল ক্লাব কী? উত্তর:প্রেসিডেন্সি ক্লাব (১৮৮৪)। প্রশ্ন:আই এফ এ শীল্ড কারা তৈরি করে? উত্তর: কলকাতার ওয়াল্টার লক্ কোম্পানির মারফত লন্ডনের এলটিংটন কোম্পানি।