রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তর্জাতিক দর্শন দিবস উদযাপিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে দিবসটি উপলক্ষে ২৭ নভেম্বর বর্ণিল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক নিলুফার আহমেদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তা ছিলেন দর্শন সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক আলতাফ হোসেন। ডিজাইন বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আনিসুজ্জামান।
এছাড়া বিশ্বে সৃষ্ট সমস্যা সমাধানে নৈতিকতা চর্চার মাধ্যমে যুক্তিনির্ভর জাতি গঠনের আহ্বান জানান অধ্যাপক শামীমা আক্তার এবং অধ্যাপক আরিফুল ইসলাম। সভায় দর্শন বিভাগের শিক্ষকসহ কয়েকশ' শিক্ষার্থী উপস্থিত ছিলেন।