রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

ঢাবি'র ৩৯ শিক্ষার্থী পেলেন শতবর্ষ বৃত্তি

শিক্ষা জগৎ ডেস্ক
  ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
ঢাবি'র ৩৯ শিক্ষার্থী পেলেন শতবর্ষ বৃত্তি
ঢাবি'র ৩৯ শিক্ষার্থী পেলেন শতবর্ষ বৃত্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৩৯ জন মেধাবী শিক্ষার্থীকে শতবর্ষ ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে ২৮ নভেম্বর বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আবদুল বাছির। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আবু মো. দেলোয়ার হোসেন ও বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ফাতেমা কাওসার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে