রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

মাভাবিপ্রবিতে ই-সার্ভিস অবহিতকরণ শীর্ষক সেমিনার

শিক্ষা জগৎ ডেস্ক
  ০১ ডিসেম্বর ২০২৩, ০০:০০
মাভাবিপ্রবিতে ই-সার্ভিস অবহিতকরণ শীর্ষক সেমিনার
মাভাবিপ্রবিতে ই-সার্ভিস অবহিতকরণ শীর্ষক সেমিনার

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) 'গবেষণা কার্যক্রমে ব্যান্সডক প্রদত্ত তথ্যসেবা ও ই-সার্ভিস অবহিতকরণ' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এই সেমিনারের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে সেমিনারটি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন। সভাপতিত্ব করেন ব্যান্সডকের মহাপরিচালক মীর জহুরুল ইসলাম (অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর মো. সিরাজুল ইসলাম। এ ছাড়া সংশ্লিষ্ট বিষয়ে বক্তব্য রাখেন ব্যান্সডকের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মনিরুল ইসলাম। সেমিনারের মূল বিষয় উপস্থাপন করেন ব্যান্সডকের কর্মকর্তা আশরাফ আলী খন্দকার। সেমিনারে বক্তারা গবেষণা কার্যক্রম ও তথ্যসেবা কীভাবে দ্রম্নত পৌঁছে দেওয়া যায় এ উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক টেকনোলজি ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) কাজ করে যাচ্ছে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে