শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

জানার আছে অনেক কিছু

শিক্ষা জগৎ ডেস্ক
  ০৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০
জানার আছে অনেক কিছু
মাউন্ট এভারেস্ট

প্রশ্ন : বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?

উত্তর : ৫১টি

প্রশ্ন : বর্তমানে দেশে কৃষি বিশ্ববিদ্যালয় কতটি?

উত্তর : ৭টি

প্রশ্ন : দেশের ৫১তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?

উত্তর : কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

প্রশ্ন : কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে?

উত্তর : অধ্যাপক ডক্টর একেএম জাকির হোসেন

প্রশ্ন : দেশের সপ্তম সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি?

উত্তর : কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়

প্রশ্ন : এউচ'র সাময়িক হিসাব ২০২১-২২ অনুযায়ী মাথাপিছু এউচ কত?

উত্তর : ২,৭২৩ মার্কিন ডলার

প্রশ্ন : এউচ'র সাময়িক হিসাব ২০২১-২২ অনুযায়ী মাথাপিছু আয় কত?

উত্তর : ২,৮২৪ মার্কিন ডলার

প্রশ্ন : এউচ'র সাময়িক হিসাব ২০২১-২২ অনুযায়ী এউচ'র প্রবৃদ্ধির হার কত?

উত্তর : ৭.২৫%

প্রশ্ন : এউচ'র সাময়িক হিসাব ২০২১-২২ অনুযায়ী কৃষি খাতের অবদানের হার কত?

উত্তর : ১১.৫০%

প্রশ্ন : এউচ'র সাময়িক হিসাব ২০২১-২২ অনুযায়ী শিল্প খাতের অবদানের হার কত?

উত্তর : ৩৭.০৭%

প্রশ্ন : এউচ'র সাময়িক হিসাব ২০২১-২২ অনুযায়ী সেবা খাতের অবদানের হার কত?

উত্তর : ৫১.৪৪%

প্রশ্ন : এউচ'র সাময়িক হিসাব ২০২১-২২ অনুযায়ী কৃষি খাতের প্রবৃদ্ধির হার কত?

উত্তর : ২.২০%

প্রশ্ন : এউচ'র সাময়িক হিসাব ২০২১-২২ অনুযায়ী শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত?

উত্তর : ১০.৪৪%

প্রশ্ন : এউচ'র সাময়িক হিসাব ২০২১-২২ অনুযায়ী সেবা খাতের প্রবৃদ্ধির হার কত?

উত্তর : ৬.৩১%

প্রশ্ন : ফ্রান্সের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে?

উত্তর : এলিজাবেথ বনি

প্রশ্ন : সর্বাধিক ২৬ বার মাউন্ট এভারেস্ট জয় করেন কে?

উত্তর : কামি রিতা শেরপা

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে