শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

বুটেক্সে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৮ মার্চ

বুটেক্স প্রতিনিধি
  ২৪ জানুয়ারি ২০২৪, ০০:০০
বুটেক্সে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ৮ মার্চ

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাবেরী মজুমদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ২৩ জানুয়ারি এই তথ্য জানানো হয়েছে। ভর্তি পরীক্ষার জন্য আবেদন গ্রহণ ২৮ জানুয়ারি সকাল ১০টায় থেকে শুরু হয়ে চলবে ১৯ ফেব্রম্নয়ারি রাত ১১.৫৯মি. পর্যন্ত। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ৮ মার্চ সকাল ৯.৩০ থেকে ১১.৩০মি. পর্যন্ত। লিখিত পরীক্ষার ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করার সম্ভাব্য তারিখ ২৮ মার্চ।

আবেদনকারীকে ৩০০ টাকা ফি প্রদানের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের পর লিখিত পরীক্ষার জন্য যোগ্য ৭২০০ জন প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ২৫ ফেব্রম্নয়ারি। ওই পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীকে ১০০০ টাকা পরিশোধ করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। যোগ্য প্রার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ২৬ ফেব্রম্নয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত। আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত তথ্য যঃঃঢ়://িি.িনঁঃবী.বফঁ.নফ

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

উলেস্নখ্য, এবার মোট ১০টি বিভাগে ৬০০টি আসনে শিক্ষার্থী ভর্তি করানো হবে। এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে আসন রয়েছে ৮০টি করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে