সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

আত্রাইয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে ইউএনও’র অগ্রণী ভূমিকা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  ১১ মে ২০২৫, ১০:২৩
আত্রাইয়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে ইউএনও’র অগ্রণী ভূমিকা
ছবি: যায়যায়দিন

নওগাঁর আত্রাই উপজেলায় "মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর কর্মসূচি উদযাপিত হয়েছে।

শনিবার (১০ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর লেখা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেন। তিনি তার বক্তব্যে প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, "শিক্ষা জাতির মেরুদণ্ড, আর প্রাথমিক শিক্ষাই তার ভিত্তি। আমাদের লক্ষ্য, প্রতিটি শিশু যেন সমান সুযোগ পেয়ে নিজের মেধা ও সৃজনশীলতা বিকাশ করতে পারে।

আজকের এই আয়োজন শুধু প্রতিযোগিতা নয়, এটি শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা, শৃঙ্খলা ও দেশপ্রেম গড়ে তোলারও একটি মাধ্যম।" তিনি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, "আসুন, আমরা সবাই মিলে একটি অন্তর্ভুক্তিমূলক ও গুণগত শিক্ষাব্যবস্থা গড়ে তুলি, যেখানে কোনো শিশুই পিছিয়ে থাকবে না।" এসময় তিনি অনুষ্ঠানের সফল আয়োজনে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করতে পেরে গর্বিত বোধ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম। এছাড়াও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হারুনার রশিদ, পবিত্র কুমারসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে