মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
বিজ্ঞান

পঞ্চম শ্রেণির পড়াশোনা

রোমানা হাবিব চৌধুরী, সহকারী শিক্ষক, ব্রাইট ফোর টিউটোরিয়াল হোম, চট্টগ্রাম
  ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

৪৩. জলীয় বাষ্প উপরের দিকে উঠলে কী হয়?

ক. গরম হয় খ. জমে যায়

গ. বাষ্প হয় ঘ. অপরিবর্তিত থাকে

উত্তর:খ. জমে যায়

৪৪. পানি আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করা ছাড়াও আর কী কাজে প্রয়োজন হয়?

ক. পুষ্টি উপাদান পরিবহনে খ. শ্বসন ক্রিয়ায়

গ. শ্বাস প্রশ্বাসে ঘ. চলনে

উত্তর:ক. পুষ্টি উপাদান পরিবহনে

৪৫. মেঘ কী?

ক. উত্তপ্ত জলীয় বাষ্প খ. ঘনীভূত পানিকণা

গ.শীতল পানি ঘ. গরম পানি

উত্তর:খ. ঘনীভূত পানিকণা

৪৬. জলীয় বাষ্প ঠান্ডা হয়ে পানিতে পরিণত হওয়া কোন ধরনের প্রক্রিয়া?

ক. বাষ্পীভবন খ. ঘনীভবন

গ. তরলী করণ ঘ. ঊর্ধ্বপাতন

উত্তর:খ. ঘনীভবন

৪৭. পানি ফুটতে শুরু করার পর আরও কতক্ষণ তাপ দিলে পানিতে থাকা জীবাণু মারা যায়?

ক. ১৫ মিনিট খ. ২০ মিনিট

গ. ৩০ মিনিট ঘ. ৪০ মিনিট

উত্তর:খ. ২০ মিনিট

৪৮. নলকূপের পানি সাধারণত কেমন?

ক. দূষিত খ. নিরাপদ

গ. খোলা ঘ. ময়লা

উত্তর: খ. নিরাপদ

৪৯. ডায়রিয়া কোন ধরনের রোগ?

ক. বায়ুবাহিত খ. পানিবাহিত

গ. পতঙ্গবাহিত ঘ. ছোঁয়াচে

উত্তর: খ. পানিবাহিত

৫০. ঘূণিঝড়েরর সময় পানি শোধন করার সর্বোত্তম উপায় কোনটি?

ক. থিতানোর মাধ্যমে খ. ছাকন প্রক্রিয়ায়

গ. ফুটানোর মাধ্যমে ঘ. রাসায়নিক পদার্থ মিশিয়ে

উত্তর:ঘ. রাসায়নিক পদার্থ মিশিয়ে

৫১. উদ্ভিদের পুষ্টি শোষণের জন্য কোনটি প্রয়োজন?

ক. পানি খ. মাটি

গ. আলো ঘ. বায়ু

উত্তর:ক. পানি

৫২. কোনটি পানি দূষণের কারণ?

ক. ধোঁয়া খ. উচ্চ শব্দ

গ. হর্ন বাজানো ঘ. নর্দমার বর্জ্যচ

উত্তর:ঘ. নর্দমার বর্জ্যচ

৫৩. পানিতে মিশে থাকা বালি, কাদা ইত্যাদি সরানোর প্রক্রিয়াকে কী বলে?

ক. ছাঁকন খ. থিতানোচ

গ. ফুটানো ঘ. ঘনীভবন

উত্তর:ক. ছাঁকন

বায়ু

১. চিপসের প্যাকেটে কোন গ্যাস ব্যবহার করা হয়?

ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড

গ. নাইট্রোজেন ঘ. জলীয় বাষ্প

উত্তর :গ. নাইট্রোজেন

২. উঁচু পর্বতে উঠতে গেলে সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যেতে হয়?

ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড

গ. নাইট্রোজেন ঘ. কার্বন মনোক্সাইড

উত্তর :ক. অক্সিজেন

৩. কোন গ্যাসটি বিষাক্ত?

ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড

গ. নাইট্রোজেন ঘ. কার্বন মনোক্সাইড

উত্তর :ঘ. কার্বন মনোক্সাইড

৪. জ্বালানি পোড়ালে বায়ুতে কোনটি বাড়ে?

ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড

গ. নাইট্রোজেন ঘ. নিয়ন

উত্তর :খ. কার্বন ডাই-অক্সাইড

৫. গাড়ির কালো ধোঁয়ায় কোনটি থাকে?

ক. পানি কণা খ. সালফার কণা

গ. অক্সিজেন কণা ঘ. কার্বন কণা

উত্তর :ঘ. কার্বন কণা

৬. আগুন জ্বালাতে কী প্রয়োজন হয়?

ক. অক্সিজেন খ. নাইট্রোজেন

গ. হাইড্রোজেন ঘ. ফসফরাস

উত্তর :ক. অক্সিজেন

৭. পানিতে অক্সিজেন কী অবস্থায় থাকে?

ক. দ্রবীভূত অবস্থায় খ. তরল অবস্থায়

গ. জলীয় অবস্থায় ঘ. জমাটবদ্ধ অবস্থায়

উত্তর :ক. দ্রবীভূত অবস্থায়

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে