মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২

মধ্যনগরে ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
  ১৪ মে ২০২৫, ১৫:১৪
মধ্যনগরে ছিনতাইয়ের ঘটনায় থানায় অভিযোগ
ছবি: যায়যায়দিন

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ১ নং বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রামের মোঃ আব্দুল আলীর ১ লাখ ৭০ হাজার টাকা ছিনতাই করেছে, এমন অভিযোগ উঠেছে ইছামাড়ী গ্রামের মোঃ সুজাত মিয়ার বিরুদ্ধে ।

জানা যায়, সোমবার (১২ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে মহিষখলা রোডের ভোলাগন্জ উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে ইছামাড়ী গ্রামের নূরুল ইসলাম এর ছেলে মোটরসাইকেলে এসে অটোরিকশা গতিরোধ করে এই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে।

1

দিন দুপুরে ডাকাতির অভিযোগ করেন রূপনগর বাজারে সালমান স্টোর ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক মোঃ আব্দুল আলী। তিনি জানান, নিজের ব্যবসায়ী প্রতিষ্ঠানের ১১ মে রবিবার শুভ হালখাতা করেন, এবং পরদিন পাশ্ববর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলা সদর বাজারের মহাজন বিপ্লব সাহা'র শুভ হালখাতায় পাওনার টাকা পরিশোধ করার জন্য ১ লাখ ৭০ হাজার টাকা ছেলে মোঃ সালমান মিয়া ও নেত্রকোনা থেকে আগত মেহমান মোঃ আঃ মান্নান এর কাছে টাকা গুলি বুঝিয়ে দেন। এবং সুজাত মিয়ার পাশের বাড়ি মোঃ শহিদ মিয়ার অটোরিকশা দিয়ে কলমাকান্দা বাজারে উদ্দেশ্যে রওনা দেয়।

পরে প্রায় ১ কিলোমিটার সামনে যেতেই ভোলাগন্জ উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশে অভিযুক্ত সুজাত মিয়া অটোরিকশা থামাইয়া ডি ভি'র পরিচয় দিয়ে বলে যে, অটোতে অবৈধ মাল আছে, পরে চেক করা শুরু করে, এবং মেহমান আঃ মান্নান এর ব্যাগ থেকে ১ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।

এবিষয়ে অভিযুক্ত সুজাত মিয়া'র সাথে মোঠো ফোনে কথা বললে সে উত্তরে বলেনে, আনসার মোঃ কামাল মিয়া আমাকে বলেন, ঐ অটোরিকশায় অবৈধ মাল আছে, এবং আমাকে অটোরিকশা চেক করতে বলেন,পরে আমি অটোরিকশা চেক করি এবং আমি কোনো টাকা নেয়নি । এবিষয়ে আনসার কামালের সাথে মোবাইলে অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারিনি।

এদিকে ছিনতাইয়ের ঘটনার বিষয়টি নিয়ে আঃ আলী বাদী হয়ে ছিনতাইকারী সুজাতে বিরুদ্ধে মধ্যনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

এবিষয়ে মধ্যনগর থানায় এসআই মহিনূর বলেন, ছিনতাই এর ঘটনার একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যাবস্হ গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে