বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

আতাউর রহমান সায়েম, সহকারী শিক্ষক মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ
  ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
দশম শ্রেণির বাংলা প্রথম পত্র

১. সুভারা কয় বোন?

উত্তর : সুভারা তিন বোন।

২. সুভার পিতার নাম কী?

উত্তর : সুভার পিতার নাম বাণীকণ্ঠ।

৩. সুভার গ্রামের নাম কী?

উত্তর : সুভার গ্রামের নাম চন্ডীপুর।

৪. সুভার বন্ধু ছিল কে?

উত্তর : সুভার বন্ধু ছিল তাদের গোয়ালের গাভী দুটি।

৫. সুভা কিসের মাঝে একটা আশ্রয়ের জগৎ গড়ে তুলেছিল?

উত্তর : সুভা প্রকৃতির মাঝে একটা আশ্রয়ের জগৎ গড়ে তুলেছিল।

৬. 'সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত?

উত্তর : 'সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ গ্রন্থ থেকে সংকলিত।

৭. 'গন্ডদেশ' অর্থ কী?

উত্তর : 'গন্ডদেশ' অর্থ গাল।

৮. 'নেত্রপলস্নব' শব্দের অর্থ কী?

উত্তর : 'নেত্রপলস্নব' শব্দের অর্থ চোখের পাতা।

৯. প্রতাপ সুভাকে কী বলে ডাকত?

উত্তর : প্রতাপ সুভাকে 'সু' বলে ডাকত।

১০. সুভার কী হতে ইচ্ছা করে?

উত্তর : সুভার জলকুমারী হতে ইচ্ছা করে।

১১. প্রতাপের প্রধান শখ কী?

উত্তর : প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা।

১২. কে সুভার মর্যাদা বুঝত?

উত্তর : প্রতাপ সুভার মর্যাদা বুঝত।

১৩. রক্তকরবী নাটকটি কার লেখা?

উত্তর : রক্তকরবী নাটকটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।

১৪. সুভার পুরো নাম কী?

উত্তর : সুভার পুরো নাম সুভাষিণী।

১৫. সুভার ভাষার অভাব পূরণ করেছে কে?

উত্তর : সুভার ভাষার অভাব পূরণ করেছে প্রকৃতি।

১৬. প্রতাপকে অপরাহ্নে কোথায় দেখা যাইত?

উত্তর : প্রতাপকে অপরাহ্নে নদী তীরে দেখা যাইত।

১৭. সুভা জলকুমারী হলে কী করত?

উত্তর : সুভা জলকুমারী হলে ঘাটে সাপের মাথার মণি রেখে যেত।

১৮. সুভার গরম কোলটি কে নিঃসংকোচে অধিকার করেছিল?

উত্তর : বিড়াল শিশুটি সুভার গরম কোলটি নিঃসংকোচে অধিকার করেছিল।

১৯. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ করেন।

২০. সুভাষিণীর সংক্ষিপ্ত নাম কী?

উত্তর : সুভাষিণীর সংক্ষিপ্ত নাম সুভা।

২১. প্রতাপ সুভার মর্যাদা বুঝত কেন?

উত্তর : ছিপ ফেলে মাছ ধরার সময় বাক্যহীন সঙ্গীই সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে প্রতাপ সুভার মর্যাদা বুঝত।

২২. সুভার কার কাছে মুক্তির আনন্দ পায়?

উত্তর : সুভার বিপুল নির্বাক প্রকৃতির কাছে মুক্তির আনন্দ পায়।

২৩. 'সুভা' গল্পে কে বেশি সুভার মর্যাদা বুঝত?

উত্তর : 'সুভা' গল্পে একমাত্র সুভার মর্যাদা বুঝত প্রতাপ।

২৪. সুভার মা সুভার প্রতি বিরক্ত ছিলেন কেন?

উত্তর : জন্ম থেকে সুভা কথা বলতে পারত না বলে সুভার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করে তার প্রতি বিরক্ত ছিলেন।

২৫. 'কিশলয়' অর্থ কী?

উত্তর : 'কিশলয়' অর্থ গাছের নতুন পাতা।

২৬. সুভা দুই বাহুতে কাকে ধরে রাখতে চায়?

উত্তর : সুভা দুই বাহুতে প্রকান্ড মূক মানবতাকে ধরে রাখতে চায়।

২৭. 'সুভা' গল্পে কাকে অকর্মণ্য বলা হয়েছে?

উত্তর : 'সুভা' গল্পে প্রতাপকে অকর্মণ্য বলা হয়েছে।

২৮. বাণীকণ্ঠর আর্থিক অবস্থা কেমন?

উত্তর : বাণীকণ্ঠর আর্থিক অবস্থা সচ্ছল।

২৯. গোঁসাইদের ছোট ছেলেটির নাম কী?

উত্তর : গোঁসাইদের ছোট ছেলেটির নাম প্রতাপ।

৩০. 'ঝিলিস্নরব' অর্থ কী?

উত্তর : 'ঝিলিস্নরব' অর্থ ঝিঁঝিঁ পোকার আওয়াজ বা শব্দে মুখর।

৩১. সুভা কোথায় বসে থাকত?

উত্তর : সুভা তেঁতুলতলায় বসে থাকত।

হ পরবর্তী অংশ আগামী সংখ্যায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়
X
Nagad

উপরে